পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটি দেয়া হয়েছে জাতীয় ফুটবলারদের। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সামনে রেখে সোমবার থেকে শুরু হওয়া আবাসিক ক্যাম্প আপাতত বন্ধ থাকছে। চারদিনের ছুটিতে ক্যাম্প ছেড়েছেন জাতীয় ফুটবলাররা।
বুধবার বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘এটা বাফুফের সিদ্ধান্ত। লিগের দ্বিতীয় পর্বে তারা চারটি করে ম্যাচ খেলেছে। ঈদের ছুটিতে এই চারদিন কাটিয়ে তারা আরও উদ্দীপ্ত হয়ে ক্যাম্পে ফিরবে।’
আগামী ১৬ মে কিংসের ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বলে জানান সাধারণ সম্পাদক।
‘এছাড়া কিংস চিঠি দিয়ে জানিয়েছে, এএফসি কাপের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় দলের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই তারা কিছুদিন সময় চাচ্ছে। তারা বলেছে একটা সুবিধাজনক সময়ে কিংসের জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা যোগ দেবেন।’
ছুটি শেষে ফুটবলারদের ১৬ মে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
১৭ মে থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাঠের অনুশীলনে নামার কথা ফুটবলারদের। ২২ বা ২৩ তারিখ কাতারের উদ্দেশে রওনা দেয়ার কথা বাংলাদেশ দলের।