লেভান্তের বিপক্ষে লা লিগার ৩৬তম রাউন্ডের ম্যাচ বার্সেলোনা শুরু করে টেবিলের ৩ নম্বরে থেকে। কিন্তু জয় পেলেই আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে পৌঁছানোর সুযোগ ছিল তাদের।
সে সুযোগ নিতে পারেনি রোনাল্ড কুমানের শিষ্যরা। লেভান্তের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে লা লিগার শিরোপা দৌড় থেকে এক রকম ছিটকেই গেছে বার্সা।
অথচ প্রথমার্ধ শেষে ২-০ গোলের ব্যবধানে যায় কাতালানরা। অধিনায়ক লিওনেল মেসি ও তরুণ মিডফিল্ডার পেদ্রির গোলে এগিয়ে দেয় তাদের।
দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের মধ্যে দুই গোল হজম করে বসে তারা। ৫৭ মিনিটে বদলি খেলোয়াড় সার্জি রবার্তোর ভুলে হোর্হে মিরামনের ক্রস থেকে অনায়াসে হেড করে লেভান্তের প্রথম গোল করেন গনসালো মেলেরো।
মিনিট দুয়েক পরেই রজার মার্টির পাস থেকে দারুণ এক ফিনিশে লেভান্তেকে সমতায় ফেরান অধিনায়ক হোসে লুইস মোরালেস।
সেই সমতা টেকে মাত্র চার মিনিট। ৬৩ মিনিটেই উসমান ডেম্বেলের দুর্দান্ত এক ফিনিশে আবারও এগিয়ে যায় বার্সা।
এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বার্সার খেলা ছিল ধীরগতির। বল ধরে রাখতে পারছিল না তারা। ফলে ৮৩ মিনিটে তৃতীয় গোল খেয়ে বসে সফরকারী দল। এবার গোলদাতা সার্হিও লিওন।
লেভান্তের বিপক্ষে ড্র করায় ৩৬ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলে আতলেতিকো ও রিয়ালের পয়েন্ট যথাক্রমে ৭৭ ও ৭৫।
অঙ্কের হিসেবে এখনও লিগে টিকে আছে বার্সা। বাস্তবিকভাবে শিরোপা যাচ্ছে মাদ্রিদেই।
ম্যাচ শেষে বার্সেলোনার মিডফিল্ডার সার্হিও বুস্কেটসও বলেছেন, শিরোপার স্বপ্ন প্রায় শেষ।
'আমরা আমাদের ভুলের খেসারত দিয়েছি। বাস্তবিক অর্থে আমাদের জন্য লিগ শেষ।'
আতলেতিকো তাদের শেষ তিন ম্যাচে একটির বেশি জয় না পেলে ও রিয়াল মাদ্রিদ তাদের তিন ম্যাচের একটিতে হারলে লিগ জেতার সুযোগ থাকবে বার্সার।
সেটির জন্য শেষ দুই ম্যাচই জিততে হবে কুমানের দলকে। শেষ চার ম্যাচে মাত্র এক জয় পাওয়া কাতালানদের সামনে মৌসুমের শেষ চ্যালেঞ্জ সেটি-ই।