বাংলাদেশ প্রিমিয়ার লিগে হারের বৃত্ত থেকে বেরোতে পারছে না শেখ রাসেল। জয়ের ধারা অব্যহত রেখেছে চট্টগ্রাম আবাহনী। সাইফুল বারী টিটুর দলকে হারিয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে মারুফুল হকের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে শেখ রসেলকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। এ জয়ে লিগের পয়েন্ট টেবিলে মোহামেডানকে টপকে চারে উঠেছে বন্দর নগরীর দলটি।
এর আগে লিগের প্রথম পর্বে শেখ রাসেলের কাছে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। এ ম্যাচে অল ব্লুদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল আকাশী-হলুদ জার্সিধারীরা।
মারুফুলের ‘তিকিতাকার’ কাছে হেরেছে টিটুর ‘ডিফেন্সিভ ফুটবল’।
ম্যাচের ৩৪ মিনিটে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। চিনেদু ম্যাথেউয়ের কাছ থেকে উড়ে আসা ক্রসটা বুকে নিয়ন্ত্রণ করে ডান পায়ে দারুণ ভলিতে জালে বল জড়ান নিক্সন গুয়েলহার্মে। এবার লিগে নিজের ১০ নম্বর গোল এই ব্রাজিলিয়ানের।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করে চট্টগ্রাম আবাহনী। চার্লস দিদিয়েরের ক্রস থেকে ডি-বক্সের ভিতরে দারুণ গোল করেন রাকিব হোসেন। লিগে নিজের ষষ্ঠ গোল আদায় করে নেন দেশি এই ফরোয়ার্ড। এ গোলে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলের তালিকায় আরামবাগের উচ্ছ্বাস ও কিংসের সবুজের সঙ্গে শীর্ষে উঠে এলেন রাকিব।
দুই গোলেই শেষ পর্যন্ত ম্যাচটা পকেটে পুরে ফেলে চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় পর্ব শুরুর পর লিগে টানা তৃতীয় জয় মারুফুলের বাহিনীর। আর টানা দ্বিতীয় হারের স্বাদ পেল শেখ রাসেল।
এ জয়ে পয়েন্ট টেবিলে মোহামেডানকে টপকে শীর্ষ চারে উঠে গেল চট্টগ্রাম আবাহনী। ১৬ ম্যাচে তাদের ঝুলিতে পয়েন্ট ২৮। এক ম্যাচ কম খেলে মোহামেডানের পয়েন্ট সমান। আর ২৬ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে শেখ রাসেল।