বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্রিতে গার্সিয়াকে পাচ্ছে বার্সা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ মে, ২০২১ ২০:৩৮

বার্সায় আসতে বেশ ত্যাগ স্বীকার করতে হয়েছে গার্সিয়াকে। বার্সেলোনার আগের সভাপতি তাকে যে বেতনের প্রস্তাব দিয়েছিলেন, নতুন সভাপতি লাপোর্তা দিয়েছিলেন তার মাত্র ৪০ শতাংশ। কিন্তু ঘরে ফেরার তাড়নায় সেটিতেই রাজি হন গার্সিয়া।

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ সেন্টার ব্যাক এরিক গার্সিয়া বেড়ে উঠেছিলেন বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়ায়। ২০১৭ সালে সেখান থেকে পাড়ি জমান ম্যান সিটিতে, পেপ গার্দিওলার সান্নিধ্য পেতে।

সেটি পেয়েছেন। গার্দিওলার প্রিয় পাত্রও হয়ে উঠেছেন। এবারের মৌসুমের শুরুতেই ক্লাবকে জানিয়ে দেন, সিটির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না তিনি। কারণ, গার্সিয়া বার্সায় ফিরতে চান।

গার্দিওলার শত প্রচেষ্টার পরও লাভ হয়নি, টলানো যায়নি এ স্প্যানিশ ডিফেন্ডারকে। ইউরোপিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর মতে, বার্সার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন গার্সিয়া। ঘোষণা আসবে মৌসুমের শেষে।

বার্সায় আসতে বেশ ত্যাগ স্বীকার করতে হয়েছে গার্সিয়াকে। বার্সেলোনার আগের সভাপতি তাকে যে বেতনের প্রস্তাব দিয়েছিলেন, নতুন সভাপতি লাপোর্তা দিয়েছিলেন তার মাত্র ৪০ শতাংশ। ঘরে ফেরার তাড়নায় সেটিতেই রাজি হন গার্সিয়া।

রোমানো জানাচ্ছেন, গার্সিয়া চুক্তি সই করবেন পাঁচ বছরের জন্য, অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত। বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান এ মৌসুমে ভরসা রেখেছেন তরুণ খেলোয়াড়দের ওপর। সেখানে ২০ বছর বয়সী গার্সিয়া হতে যাচ্ছেন নতুন সংযোজন।

গার্সিয়ার পর বিনা মূল্যে আরও দুজন খেলোয়াড়কে দলে ভেড়াতে পারে বার্সা। স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে, অলিম্পিক লিঁওর ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপায় এরই মধ্যে বার্সেলোনায় বাড়ি খুঁজছেন। সেটিই ইঙ্গিত দিচ্ছে, বার্সেলোনায় যোগ দেয়ার দ্বারপ্রান্তে তিনি।

ম্যান সিটি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনা দলে ভেড়াতে পারে সার্জিও আগুয়েরোকেও। এখনও সে বিষয়ে আলোচনা করেনি বার্সা ও আগুয়েরো।

এ বিভাগের আরো খবর