স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ২০ বছর কাটিয়ে ২০১৮ সালে জাপানের পাড়ি দেন আন্দ্রেস ইনিয়েস্তা। জাপানের ক্লাব ভিসাল কোবের সঙ্গে তিন বছরের চুক্তি করেন এই স্প্যানিশ কিংবদন্তি। ২০২১ সালে তার চুক্তি শেষ হবার কথা। তার আগেই এ প্লেমেকারের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে জাপানি ক্লাবটি।নতুন চুক্তি অনুযায়ী ভিসাল কোবেতে ২০২৩ সাল পর্যন্ত থাকবেন ২০১০ বিশ্বকাপ জয়ী ইনিয়েস্তা। মঙ্গলবার জাপানে সাংবাদিকদের তিনি বলেন, ক্লাবে যোগ দেয়ার পর থেকেই তার লক্ষ্য ছিল ট্রফি জয় করা।‘তিন বছর আগে আমরা টোকিওতে এক্সাইটিং একটা প্রজেক্টের ঘোষনা দিয়েছিলাম। শুরুতে কঠিন সময় পার করলেও আমরা নিজেদের একটা ইতিহাস তৈরি করতে পেরেছি। ক্লাবের হয়ে ট্রফি জিতেছি।’
ক্লাবে আরও দুই বছর থাকতে পেরে উচ্ছ্বসিত ৩৬ বছর বয়সী ইনিয়েস্তা। এখনও ফুটবলের প্রতি তার আবেগ একইরকম আছে বলে জানান সাবেক বার্সেলোনা অধিনায়ক।‘সবচেয়ে জরুরি ছিল যেন আশেপাশের মানুষ আমার গুরুত্বটা বোঝে। তিন বছর আগে যে আবেগ নিয়ে এখানে এসেছিলাম সেটা ধরে রাখতে চাই। আগামী দুই বছরের জন্য ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুবই এক্সাইটেড।’ভিসাল কোবের হয়ে গত তিন বছরে ৭৭ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। জিতেছেন এম্পেরর্স কাপ ও জাপানিজ সুপার কাপের শিরোপা। এ সময়ে চারবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী তারকার পা থেকে এসেছে ১৬টি গোল ও ১৮টি অ্যাসিস্ট।ইউরোপিয়ান ক্যারিয়ারে একটি ক্লাবে খেলা ইনিয়েস্তা মাত্র ১৪ বছর বয়সে যোগ দেন বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে। এর চার বছর পর ২০০২ সালে তার অভিষেক হয় বার্সেলোনার সিনিয়র দলে।পরের ১৬ বছরে ইনিয়েস্তা কাতালান জায়ান্টদের হয়ে খেলেন ৬৭৪টি ম্যাচ। গোল করেন ৫৭টি। অ্যাসিস্ট করেন ১৩৯টি। চারটি চ্যাম্পিয়নস লিগ সহ জেতেন ৩০টি শিরোপা।তার সঙ্গে চাভি এর্নান্দেসের জুটিকে ফুটবল ইতিহাসের সেরা মিডফিল্ড জুটি ধরা হয়। লিওনেল মেসির পেছনে থেকে ফিফা ব্যালন ডরে ২০১০ সালে দ্বিতীয় হন ইনিয়েস্তা। ২০১২ সালে হন তৃতীয়।