এ মৌসুমের শুরুতে পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে এক বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। গায়ে জড়ান ক্লাবটির বিখ্যাত ‘৭’ নম্বর জার্সি।
সেই জার্সি গায়ে ধারাবাহিক পারফরমেন্স করে ইউনাইটেডকে তুলে এনেছেন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। সঙ্গে নিয়ে গেছেন ইউয়েফা ইউরোপা লিগের ফাইনালে।
তার পুরস্কার হিসেবেই নতুন চুক্তি পেলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। এক বছরের জন্য ইউনাইটেডের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন কাভানি। এর মানে, ২০২২ পর্যন্ত তিনি থাকছেন ম্যানচেস্টারের লাল অংশে।
ইউনাইটেডে যোগ দেয়ার পর ৩৫ ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার। করেছেন ১৫টি গোল। করিয়েছেন আরও ৫টি।
গুঞ্জন ছিল এই মৌসুম শেষে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দেবেন তিনি। কিন্তু দারুণ খেলতে থাকা কাভানিকে ইউনাইটেড ছাড়বে কেন! তাই নতুন চুক্তি দিয়ে তাকে বেঁধে রাখল রেড ডেভিলরা।
লিগ শিরোপা এবার অবশ্য জেতার সুযোগ প্রায় নেই বললেই চলে ইউনাইটেডের। সুযোগ আছে ইউরোপা জেতার। নতুন চুক্তির উপলক্ষটা কাভানি নিশ্চয়ই চাইবেন, শিরোপা দিয়েই রাঙাতে!