মালদ্বীপে কোভিড প্রোটোকল ভাঙ্গায় শাস্তির মুখে পড়ে হচ্ছে বেঙ্গালুরু এফসির ফুটবলার ও কর্মকর্তাদের। কড়া কোভিড বিধিনিষেধ অমান্য করে টিম হোটেল থেকে বেরিয়ে শপিং ও রেস্তোরায় গিয়েছলেন বেঙ্গালুরু এফসির কয়েকজন সদস্য। যার কারণে বাতিল করে দেয়া হয় মালেতে হতে যাওয়া এএফসি কাপের সাউথ জোনের ডি গ্রুপের সব ম্যাচ।এতে কপাল পোড়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। রোববার দুপুরে ফ্লাইটের আগে তারা জানতে পারেন, মালদ্বীপ সরকার এএফসির সঙ্গে আলোচনা করে বাতিল করেছে ম্যাচগুলো।আট মে থেকে মালদ্বীপে চলছে সর্বাত্মক লকডাউন। এর মধ্যে বেঙ্গালুরু এফসির এমন অপেশাদার আচরণ ক্ষুব্ধ করে দেশটির সরকারকে।টুইটারে ঘটনাটি উল্লেখ করে শনিবার মালদ্বীপের ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফ জানান, ‘বেঙ্গালুরু এফসি এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। ক্লাবটি অতি দ্রুত ফিরে যাক তাদের দেশে। এমন কর্মকাণ্ড গ্রাহ্য করা সম্ভব নয়। টুর্নামেন্ট স্থগিতের জন্য এএফসিকে জোর দাবি জানাই।’
পরদিন দুপুরেই এক বিবৃতিতে এএফসি স্থগিত করে সাউথ জোনের ম্যাচগুলো।
‘অংশগ্রহণকারী ক্লাবগুলোকে কোভিড প্রোটোকল মেনে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা নিতে বলা হচ্ছে। একই সঙ্গে যারা এখনও মালদ্বীপে আসেননি তাদের ফ্লাইট ক্যানসেল করতে বলেছে এএফসি।’
এএফসির ঘোষণার পরপরই এক আনুষ্ঠানিক বিবৃতিতে পুরো ঘটনা ও খেলা স্থগিত হয়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে বেঙ্গালুরু এফসি। আর ক্লাবের প্রধান নির্বাহী পার্থ জিন্দাল এক টুইটে ঘটনার জড়িতদের কঠোর শাস্তির ঘোষণা দেন।‘দোষী খেলোয়াড় ও স্টাফদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’মালদ্বীপ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে দুঃখ প্রকাশও করে ভারতীয় ক্লাবটি। নিয়মভাঙ্গার জন্য ক্লাবের তিনজন বিদেশি খেলোয়াড়কে দোষারোপ করে বেঙ্গালুরু।আরেকট টুইটে জিন্দাল লেখেন, ‘মালেতে আমাদের তিনজন বিদেশি খেলোয়াড় ও স্টাফের অমার্জনীয় আচরণের জন্য বেঙ্গালুরু এফসির পক্ষ থেকে আমি দুঃখপ্রকাশ করছি।’মঙ্গলবার মালদ্বীপের ঈগলস এফসির বিপক্ষে মাঠে নামার কথা ছিল বেঙ্গালুরু এফসির। তবে, খেলা স্থগিত হয়ে যাওয়ার বাকি ম্যাচগুলো হতে পারে জুনে।বসুন্ধরা কিংসের সঙ্গে মালদ্বীপে খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগানেরও। তবে, বেঙ্গালুরু এফসির খেলোয়াড়দের ওই ঘটনার পর এএফসি। দলগুলোকে মালদ্বীপে না আসার পরামর্শ দেয়।
মালেতে এএফসি কাপের ডি-গ্রুপে ১৪ মে থেকে খেলা শুরুর কথা ছিল। মোহনবাগান, মাজিয়া এফসির বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের।