অনেক কাঠখড় পুড়িয়েই এএফসিকাপের সাউথ জোনের ম্যাচ খেলতে মালদ্বীপ যাওয়ার প্রস্তুতি নিয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু ফ্লাইটে ওঠার আগ মুহুর্তে স্থগিতই হয়ে গেল তাদের সব ম্যাচ।রোববার বিকেলে মালে যাওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কিংসের। এদিন সকালে এএফসি এক বিবৃতিতে জানায় টুর্নামেন্টের সাউথ জোনে ডি গ্রুপে মালদ্বীপে হতে যাওয়া ম্যাচগুলো স্থগিত করেছে তারা।‘অংশগ্রহণকারী ক্লাবগুলোকে কোভিড প্রোটোকল মেনে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা নিতে বলা হচ্ছে। একই সঙ্গে যারা এখনও মালদ্বীপে আসেননি তাদের ফ্লাইট ক্যানসেল করতে বলেছে এএফসি।’পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত ম্যাচগুলো স্থগিত থাকবে। মালদ্বীপে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
গত বছর এক ম্যাচ খেলেই করোনার বাধায় এএফসি কাপ স্থগিত হয়ে যাওয়ায় আর খেলা হয়নি বসুন্ধরা কিংসের। এবারও বাধা হয়ে দাঁড়াল করোনাভাইরাস।বৃহস্পতিবার থেকে মালদ্বীপে লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। ওই দিনই টুইটারে টুর্নামেন্ট স্থগিতের ইঙ্গিত করে পোস্ট করেন দেশটির ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফ।‘করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে। যেটা মালদ্বীপের নাগরিকদের জন্য হুমকির। তাই আমরা এএফসি সঙ্গে আলোচনা করছি যেন নিরপেক্ষ ভেন্যুতে এএফসি কাপের দক্ষিণ এশিয়া অঞ্চলের যে ম্যাচগুলো মালেতে হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করা হয়।’মালেতে এএফসি কাপের ডি-গ্রুপে ১৪ মে থেকে খেলা শুরুর কথা ছিল। মোহনবাগান, মাজিয়া এফসির বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। কিন্তু আবারও করোনার ধাক্কায় স্থগিত হয়ে গেল টুর্নামেন্ট।