বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্টুয়ার্টের সাইফকে গোল করা শেখাল চট্টগ্রাম আবাহনী

  •    
  • ৯ মে, ২০২১ ০২:১৪

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর থেকেই কী যেন হয়েছে সাইফের! স্টুয়ার্ট হল দায়িত্ব নেয়ার পর থেকে টানা তিন ম্যাচে পয়েন্ট খুইয়েছে দলটি। এর মধ্যে টানা দুই ম্যাচেই হার। শনিবার মারুফুল হকের চট্টগ্রাম আবাহনীর কাছে রীতিমত নাকানি-চুবানি খেয়েছে স্টুয়ার্টের দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনী। লিগের প্রথম পর্বেও সাইফকে এক গোলে হারিয়েছিল মারুফুল হকের শিষ্যরা।

লিগের প্রথম পর্বের সবশেষ তিন ম্যাচে ১০ গোল করা সাইফ দ্বিতীয় পর্বের তিন ম্যাচে হজম করেছে সাত গোল। প্রতিপক্ষের জালে পাঠাতে সমর্থ হয়েছে মাত্র তিন গোল। ম্যাচ প্রতি একটি করে।

গোলখরায় যখন বেহাল সাইফ, তাদেরকে গোল করা শেখাল মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী। আধিপত্য রেখে সাইফের জালে গুনে গুনে পাঁচবার বল পাঠিয়েছে সমূদ্রবন্দরের দলটি।

শুরু হয় রাকিব হোসেইনের গোল দিয়ে। রাকিবের জোড়া গোলের পাশাপাশি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্স গুয়েলহার্মে, চার্লস দিদিয়ের ও মান্নাফ রাব্বির একটি করে গোলে রীতিমত ধ্বংস হয়ে যাওয়া অবস্থা হয় সাইফের। অন্যদিকে জন ওকোলির জোড়া গোলে কিছুটা পিঠ বাঁচানোর প্রচেষ্টা ছিল সাইফের। ম্যাচ বাঁচাতে যা যথেষ্ট ছিল না।

বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছে মারুফুল হকের শিষ্যরা। তাদের ঝুলিতে পয়েন্ট ২৫। আর টানা দুই হারে সাতে নেমে গেছে সাইফ। তাদের ঝুলিতে পয়েন্ট ২৩। এদিকে দিনের শেষ ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করে মুক্তিযোদ্ধা।

এ বিভাগের আরো খবর