বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ড্রয়ে মেসি-পিকেদের শিরোপা আশা ফিকে

  •    
  • ৮ মে, ২০২১ ২৩:৩৮

লস ব্লাঙ্কোরা ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে জিততে পারলে আতলেতিকোর সঙ্গে পয়েন্ট টেবিলে সমান পয়েন্ট নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে জিনেদান জিদানের দল। সব মিলিয়ে আতলেতিকোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর শিরোপা জেতা কঠিন হয়ে গেল কাতালানদের জন্য।

আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলে লিগ জেতার ক্ষেত্রে বেশ সুবিধাজনক অবস্থানে থাকতে পারত বার্সেলোনা। ঘরের মাঠে সেই সমীকরণের ফায়দা তুলতে ব্যর্থ হয়েছেন মেসি-পিকেরা। দিয়েগো সিমিওনির দলের বিপক্ষে ন্যু ক্যাম্পে ড্র করে হোঁচট খেয়েছে রোনাল্ড কুমানের শীষ্যরা।

এতে লিগ জেতার ক্ষেত্রে এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ। সুযোগ থাকছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সামনেও।

লস ব্লাঙ্কোরা ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে জিততে পারলে আতলেতিকোর সঙ্গে পয়েন্ট টেবিলে সমান পয়েন্ট নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে জিনেদান জিদানের দল। সব মিলিয়ে আতলেতিকোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর শিরোপা জেতা কঠিন হয়ে গেল কাতালানদের জন্য। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে পুরো ম্যাচজুড়ে লিওনেল মেসি আর উসমান ডেম্বেলের দুটি ছাড়া উল্লেখযোগ্য বড় কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় বার্সা।

প্রথমার্ধে কুমান শীষ্যদের চেয়ে গোল করার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি করেছে সিমিওনির শীষ্যরা। গ্লাভস হাতে মার্ক-আন্ড্রে টার স্টেগেন দুর্দান্ত কিছু সেভ না করলে প্রথমার্ধেই লিড নিতে পারত অতিথি দল।

দ্বিতীয়ার্ধে এসে হাতে-গোনা কয়েকটি সুযোগ তৈরি করে বার্সা। বড় বাধা হয়ে দাঁড়ান আতলেতি গোলকিপার ইয়ান ওব্লাক।

গোলশূন্য ড্রয়ে মাঠ ছাড়াল লিগ জেতার ক্ষেত্রে একটু পিছিয়ে পড়ল বার্সা। ৩৫ ম্যাচে তাদের ঝুলিতে পয়েন্ট ৭৫। রিয়ালকে টপকে তারা আছে পয়েন্ট টেবিলের দুইয়ে।এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৭৪। পরের ম্যাচে সেভিয়ার সঙ্গে জিতে গেলে আতলেতিকোর সঙ্গে পয়েন্ট টেবিলে সমতায় ফিরবে লস ব্লাঙ্কোস। ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো।

কাগজে কলমে এখনও লিগ শিরোপা দৌঁড়ে টিকে রয়েছে শীর্ষ চার দল। এখনও তিনটি করে ম্যাচ বাকি বার্সা-আতলেতির। চারটি করে ম্যাচ রিয়াল ও সেভিয়ার সামনে। লিগে শিরোপা জয়ী খুঁজে পেতে লা লিগার শেষ ম্যাচ ডে পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ভক্তদের।

এ বিভাগের আরো খবর