বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে এরই মধ্যে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ৩৩ জন ফুটবলারকে ডাকা হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে ক্যাম্প। লিগের বিরতিতে যাওয়ার আগে ক্লাবের হয়ে নিজেদের শেষ ম্যাচ খেলে ক্যাম্পে রিপোর্টিং করবেন ফুটবলাররা।
ক্যাম্পে যোগ দেয়ার আগে সবাইকে কোভিড-টেস্টের মধ্য দিয়ে আসতে হবে। খেলোয়াড়, অফিসিয়াল সবার জন্য একই প্রটোকল নির্ধারণ করা হয়েছে। ফল নেগেটিভ হলে ১২ মে মাঠের অনুশীলনে যোগ দেবেন জামাল ভূঁইয়ারা।
জাতীয় দলের প্রধান কোচ জেমি ডেসহ কোচিং স্টাফ ঢাকায় ফিরবেন ১০ মে। এসেই কোয়ারেন্টিন পর্ব শেষ করে খেলোয়াড়দের সঙ্গে যোগ দেবেন তারা। জেমিদের কোয়ারেন্টিন সময় কমানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিরতিতে যাওয়ার আগে মঙ্গলবার (১১ মে) শেষ ম্যাচ রয়েছে লিগের। খেলোয়াড়রা যে যার ক্লাবের ম্যাচ শেষে যোগ দিবেন ক্যাম্পে। ১২ মে পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিপোর্টিং করবেন ফুটবলাররা।
ক্যাম্প চলবে ২১-২২ মে পর্যন্ত। দেশে ক্যাম্প শেষে খেলোয়াড়রা যাবেন কাতার। সেখানে বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। বসুন্ধরা কিংসের ফুটবলাররা এএফসি কাপ খেলে মালদ্বীপ থেকে সরাসরি যোগ দেবেন কাতারে।
বিশ্বকাপ বাছাইপর্বের আগে কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা নিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কাতার লিগের দুটি দলের সঙ্গে যোগাযোগ করছে ফেডারেশন।