আরামবাগ ও সাইফকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ের আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে হেভিওয়েট শেখ রাসেলকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ জয়ে সাইফুল বারীর দলকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে এসে পড়েছে আলফাজ আহমেদের সাদা-কালো বাহিনী।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচে মুনজির কুলিদিয়াতির একমাত্র গোলে শেখ রাসেলকে হারায় মোহমেডান।
টানা তিন জয়ে শীর্ষ চার পাকাপোক্ত করা শেখ রাসেলের জন্য মোহামেডান ছিল এক কঠিন পরীক্ষার নাম। সাদা-কালো বাহিনীর হাই প্রেসিং আর আক্রমণের কাছেই যেন হেরে গেছে টিটু বাহিনী।
ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিল মোহামেডান। দারুণ ফুটবলে খেলার সুযোগটাকে সবার আগে কাজে লাগিয়েছে আলফাজ বাহিনী।
ম্যাচের ৩৭ মিনিটে ডেডলক ভাঙে মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের কর্নার কিক থেকে দারুণ হেডে বল জালে জড়ান মুনজির কুলিদিয়াতি। লিগে মোহামেডানের জার্সিতে এটা তার দ্বিতীয় গোল।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরার সবচেয়ে বড় সুযোগটা হাতছাড়া করে শেখ রাসেল। ডান প্রান্ত থেকে ওবি মোনেকের পাসে বল পেয়ে সিক্স ইয়ার্ডের একটু সামনে থেকে শট নিতে ব্যর্থ হন বখতিয়ান দুশবেকভ। চমৎকারভাবে আক্রমণ নস্যাৎ করে দেয় মোহামেডান রক্ষণ।
দ্বিতীয়ার্ধেও আর ফেরা হয়নি শেখ রাসেলের। এক গোলের লিড নিয়ে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এ জয়ে লিগে অষ্টম জয় তুলে নিয়েছে মতিঝিলের জায়ান্টরা।
আর এ নিয়ে পঞ্চম হারের স্বাদ পেল শেখ রাসেল। তাদের টপকে টেবিলের শীর্ষ চারে উঠেছে মোহামেডান। ১৫ ম্যাচে তাদের ঝুলিতে পয়েন্ট ২৮।এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট বেশি নিয়ে তিনে শেখ জামাল। আর মোহামেডানের থেকে দুই পয়েন্ট কম নিয়ে পাঁচে নেমে গেছে শেখ রাসেল।