জুনে কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেন ৩৩ ফুটবল সদস্য। গত নেপালের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন টুটুল হোসেন বাদশা। দলে ফিরেছেন তপু বর্মন ও ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারেক কাজী।
শনিবার বিকালে এই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দলে খুব বেশি চমক রাখেননি জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। দুই বছর পর ডাক পেয়েছেন শেখ জামালের ডিফেন্ডার রেজাউল করিম। অনূর্ধ্ব-২৩ দল থেকে সিনিয়র দলে সুযোগ করে নিয়েছেন বাংলাদেশ পুলিশের মোহাম্মদ জুয়েল।
সিনিয়র দলে আছেন ২৮ ফুটবলার ও আর অনূর্ধ্ব-২৩ দলে আছেন পাঁচ ফুটবলার।
বাংলাদেশের ৩৩ সদস্যের প্রাথমিক দলবসুন্ধরা কিংস : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, তারিক কাজী।আবাহনী : শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), সোহেল রানা, সাদ উদ্দিন। সাইফ এসসি : রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া। মুক্তিযোদ্ধা : মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, মো. ইমন। শেখ রাসেল কেসি : আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), মো. আবদুল্লাহ। চট্টগ্রাম আবাহনী : মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন। মোহামেডান : হাবিবুর রহমান সোহাগ। শেখ জামাল : রেজাউল করিম।উত্তর বারিধারা : সুমন রেজা। পুলিশ এফসি : মোহাম্মদ জুয়েল।
অনূর্ধ্ব-২৩ দলের ৫ ফুটবলারউত্তর বারিধারা : মিতুল মারমা (গোলরক্ষক)। মোহামেডান : আতিকুজ্জামান। সাইফ এসসি : আবু শাহেদ, ইমরান হাসান রিমন, ফয়সাল আহমেদ ফাহিম।