বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিএসজিতেই থাকছেন নেইমার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ মে, ২০২১ ১১:০০

ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপ নিশ্চিত করেছে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি। দৈনিকটি তাদের প্রতিবেদনে জানায়, শনিবার নতুন চুক্তি সই ও কাগজপত্রের আনুষ্ঠানিকতা মিটিয়ে ফেলবেন নেইমার।

মৌসুম শেষে বার্সেলোনা যাচ্ছেন কি না, সে নিয়ে চলছিল জল্পনাকল্পনা। নিজেও বেশ কয়েকবার বলেছেন লিওনেল মেসির সঙ্গে আবারও একই দলে খেলতে চান। তবে, সব গুঞ্জনে যেন পানি ঢেলে দিলেন নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপ নিশ্চিত করেছে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি। দৈনিকটি তাদের প্রতিবেদনে জানায়, শনিবার নতুন চুক্তি সই ও কাগজপত্রের আনুষ্ঠানিকতা মিটিয়ে ফেলেছেন নেইমার।লেকিপ জানিয়েছে নতুন চুক্তি অনুযায়ী আরও চার বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত প্যারিসে থাকছেন নেইমার। তার চুক্তির বিস্তারিত জানায়নি দৈনিকটি। নেইমারের নতুন চুক্তির ফলে বার্সেলোনায় মেসি-নেইমার জুটির দ্বিতীয় অধ্যায় দেখার স্বপ্ন ভেঙে যাচ্ছে ভক্তদের।দ্বিতীয় দফায় নির্বাচিত হয়ে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তাও চাচ্ছিলেন নেইমারকে কাম্প ন্যুয়ে নিয়ে আসতে। নরওয়েজিয়ান উঠতি তারকা আর্লিং হালান্ডকে কিনতে না পারার পর বার্সার পরিকল্পনা ছিল নেইমারকে ফেরানোর। লাপোর্তা অন্তত একজন বিশ্বমানের তারকাকে নতুন মৌসুমে দলে ভেড়াতে চেয়েছিলেন।ব্রাজিলিয়ান তারকার জন্য একজন খেলোয়াড় সহ ৬০ মিলিয়ন ইউরো প্রস্তাবও প্রস্তুত করে কাতালান জায়ান্টরা। কিন্তু নেইমারের নতুন চুক্তি সইয়ের কারণে তাদের এখন তাকাতে হবে নতুন কোন তারকার দিকে।নেইমারের চুক্তির ফলে দলের মূল দুই তারকার একজনকে আপাতত পরের মৌসুমের জন্য নিশ্চিত করতে পারল পিএসজি। নেইমারের স্ট্রাইক পার্টনার কিলিয়ান এমবাপেও নতুন চুক্তি সই করেননি। তাকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ।পিএসজির আশা নেইমারের মতো এমবাপেও থেকে যাবেন প্যারিসে।২০১৭ সালে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্র্যান্সফার ফির বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। প্যারিসে আসার পর টানা তিনটি লিগ শিরোপা জিতেছেন এই ব্রাজিলিয়ান। কিন্তু ইউরোপে হতাশ হয়েই থাকতে হয়েছে তাকে।২০১৯-২০ মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা হারায় পিএসজি। আর এ বছর ম্যানচেস্টার সিটির কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের।

এ বিভাগের আরো খবর