বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অ্যাজারকে অপেশাদার বললেন কোঁতোয়ার বাবা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ মে, ২০২১ ১৪:১৭

ক্ষমা চেয়ে পার পাননি অ্যাজার। তাকে অপেশাদার বলেছেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোঁতোয়ার বাবা থিয়েরি কোঁতোয়া। এইচএলএনের পডকাস্টে তিনি বলেন, বোকার মতো এক কাজ করেছেন অ্যাজার।

লা লিগা শিরোপা হাতছাড়া হওয়ার দশা। এর সঙ্গে যোগ হয়েছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া চোট। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের।তার মধ্যে দলের ১০০ মিলিয়ন ডলার ম্যান ইডেন অ্যাজার মাঠের চেয়ে মাঠের বাইরের কাণ্ডকারখানায় মনোযোগ কুড়াচ্ছেন বেশি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির মাঠে হেরে বিদায় নেয়ার পর, অ্যাজারকে দেখা গেছে সাবেক ক্লাব সতীর্থদের সঙ্গে হাসিঠাট্টায় মেতে উঠতে।চেলসি থেকে ২০১৯ সালে রিয়ালে যোগ দেয়া এই বেলজিয়ানের ওপরে এ নিয়েই চটেছেন মাদ্রিদ সমর্থকেরা। এখনও তিনি ‘চেলসির অ্যাজার’-ই রয়ে গেছেন, রিয়ালের হয়ে উঠতে পারেননি এমনটাই দাবি তাদের।বুধবার ম্যাচ হারের পর টানা কটুকথা শুনতে হয়েছে অ্যাজারকে। বৃহস্পতিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের আচরণের জন্য ক্ষমাও চান তিনি। তারপরও শেষ রক্ষা হয়নি।নিজের ইন্সট্যাগ্রামে এক পোস্টে অ্যাজার বলেন, আচরণের জন্য তিনি দুঃখিত। রিয়ালে খেলা তার স্বপ্ন।‘আমি দুঃখিত। আসলে কাউকে আঘাত করার ইচ্ছা আমার ছিল না। রিয়ালে খেলা আমার স্বপ্ন ও আমি এখানে জিততে এসেছি। মৌসুম এখনও শেষ হয়নি। এখন আমাদের লিগ শিরোপার জন্য লড়তে হবে।’ক্ষমা চেয়ে পার পাননি অ্যাজার। তাকে অপেশাদার বলেছেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোঁতোয়ার বাবা থিয়েরি কোঁতোয়া। এইচএলএনের পডকাস্টে তিনি বলেন, বোকার মতো এক কাজ করেছেন অ্যাজার।‘একেবারেই বুদ্ধিমানের মতো হয়নি কাজটা। কোনোকিছু না ভেবেই বোধহয় ও (অ্যাজার) এটা করেছে। কিন্তু ঐ দৃশ্যগুলো রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য যন্ত্রণাদায়ক ছিল। দল বাদ পড়ার মিনিট দুয়েক পর একজন খেলোয়াড় হাসাহাসি করছে! আমার কাছে গোটা ব্যাপারটাই অপেশাদার লেগেছে।’চেলসির কাছে ২-০ গোলে হারের ম্যাচে কোঁতোয়াই ছিলেন রিয়ালের সেরা তারকা। এই বেলজিয়ান গোলকিপারের জন্যই ম্যাচে রিয়াল পাঁচ গোল হজম করেনি। যে কারণেই হয়তো ছেলের বন্ধুর আচরণ চোখে লেগেছে থিয়েরির।এখন একমাত্র লা লিগা শিরোপা জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। সে লক্ষ্যে রোববার নিজ মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে জিনেদিন জিদানের দল।

লিগে চারটি করে খেলা বাকি। ৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। দুই পয়েন্ট কম নিয়ে দুই ও তিনে আছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

এ বিভাগের আরো খবর