বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউরোপা লিগের ফাইনালে ইউনাইটেড ও ভিয়ারিয়াল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ মে, ২০২১ ১১:১৯

দ্বিতীয় লেগে রোমার মাঠে ৩-২ গোলে হারের পরও ইউনাইটেড পৌঁছেছে ফাইনালে। কারণ প্রথম লেগ তারা জিতেছে ৬-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৮-৫ গোলের অ্যাগ্রেগেটে তারা পৌঁছায় ফাইনালে। দ্বিতীয় সেমিতে আর্সেনালের মাঠে গোলশূন্য ড্র করে ফাইনাল নিশ্চিত করে ভিয়ারিয়াল।

ইউরোপের দ্বিতীয় সেরা ফুটবল টুর্নামেন্ট ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পেনের ভিয়ারিয়াল। ২৭ মে ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল।সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার মাঠে ৩-২ গোলে হারের পরও ইউনাইটেড পৌঁছেছে ফাইনালে। কারণ প্রথম লেগ তারা জিতেছে ৬-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৮-৫ গোলের অ্যাগ্রেগেটে তারা পৌঁছায় ফাইনালে।দ্বিতীয় সেমিতে আর্সেনালের মাঠে গোলশূন্য ড্র করে ফাইনাল নিশ্চিত করে ভিয়ারিয়াল। প্রথম লেগে নিজ মাঠে ২-১ গোলে জেতে স্প্যানিশ ক্লাবটি। যার ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে পৌঁছায় তারা।প্রথম সেমির প্রথম লেগে ৬-২ গোলে এগিয়ে থাকা ইউনাইটেডের ফাইনাল একরকম নিশ্চিতই ছিল। কারণ রোমাকে ফাইনাল নিশ্চিত করতে হলে জিততে হতো ৪-০ ব্যবধানে। সেই স্বপ্নে প্রথমার্ধেই ধাক্কা খায় ইতালির দলটি।কাউন্টার অ্যাটাক থেকে গোল পেয়ে যায় ইউনাইটেড। ৩৯ মিনিটে ফ্রেডের অ্যাসিস্ট থেকে স্কোর করেন এডিনসন কাভানি। দুই লেগ মিলিয়ে ৭-২ গোলে এগিয়ে যায় ইংলিশ জায়ান্টরা।দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় রোমা। পেদ্রো গনসালেসের বাড়ানো বলে শট নিয়ে ৫৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান জেকো।তিন মিনিট পর আবারও গোলের দেখা পায় রোমা। লরেঞ্জো পেলেগ্রিনির পাস থেকে গোল করেন ব্রায়ান ক্রিসতানতে। রোমার পক্ষে দ্বিতীয় লেগের স্কোরলাইন দাঁড়ায় ২-১। দুই লেগ মিলিয়ে ৭-৪ গোলে তারা পিছিয়ে তখনও।আট মিনিট পরই রোমার ফাইনালে ওঠার আশা শেষ করে দেন কাভানি। এই উরুগুইয়ান তারকার ৬৮ মিনিটের গোলে, ইউনাইটেডের পক্ষে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৮-৪।ফাইনালে ওঠার জন্য প্রয়োজনীয় চার গোল করতে পারেনি রোমা। নিজ মাঠে মরিয়া লড়াইয়ের পরও বাকি আধঘণ্টায় এক গোলের বেশি স্কোর করতে পারেনি। সেটিও আসে ৮৩ মিনিটে। অ্যালেক্স তেলেসের আত্মঘাতী গোলে নিশ্চিত হয় রোমার নিজ মাঠে জয়।জয়ের পরও ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি তারা। রোমার মাঠে হেরেও ফাইনালে পৌঁছে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।অন্য ম্যাচে, আর্সেনাল নিজেদের মাঠে পুরো ৯০ মিনিট চেষ্টা করেও গোলের দেখা পায়নি। গোলশূন্য অবস্থাতেই মাঠ ছাড়তে হয় তাদের। ফলে আবারও হতাশা দিয়েই শেষ হচ্ছে আর্সেনালের মৌসুম।ইংলিশ প্রিমিয়ার লিগে তারা আছে নবম স্থানে। সামনের মৌসুমে ইউরোপে লিগে খেলার সম্ভাবনা প্রায় নেই তাদের। ভিয়ারিয়াল লা লিগায় আছে ষষ্ঠ অবস্থানে। ফলে, এখনও সামনের মৌসুমে ইউরোপে খেলার সম্ভাবনা টিকে আছে তাদের।ইউনাইটেড ও ভিয়ারিয়াল ২৭ মে ফাইনাল খেলবে পোল্যান্ডের জিদান্সক অ্যারেনায়।

এ বিভাগের আরো খবর