বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় অনিশ্চিত কিংসের এএফসি কাপ

  •    
  • ৬ মে, ২০২১ ২৩:০৭

করোনা পরিস্থিতি খারাপ হওয়ার টুর্নামেন্টের দক্ষিণ এশিয়া অঞ্চলের ম্যাচগুলো স্থগিতের ইঙ্গিত দিয়েছে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচে আয়োজক মালদ্বীপ।

গেলবার একটা ম্যাচ খেলেই করোনার বাধায় পুরো এএফসি স্থগিত হয়ে যাওয়ায় আর খেলা হয়নি বসুন্ধরা কিংসের। এবারও বাধা হয়ে দাঁড়াচ্ছে করোনাভাইরাস। আবারও এএফসি কাপকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিচ্ছে।

করোনা পরিস্থিতি খারাপ হওয়ার টুর্নামেন্টের দক্ষিণ এশিয়া অঞ্চলের ম্যাচগুলো স্থগিতের ইঙ্গিত দিয়েছে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচে আয়োজক মালদ্বীপ।

বৃহস্পতিবার টুইটারে তেমনটাই ইঙ্গিত করে পোস্ট করেন দেশটির ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফ।‘করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে। যেটা মালদ্বীপের নাগরিকদের জন্য হুমকির। তাই আমরা এএফসি সঙ্গে আলোচনা করছি যেন নিরপেক্ষ ভেন্যুতে এএফসি কাপের দক্ষিণ এশিয়া অঞ্চলের যে ম্যাচগুলো মালেতে হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করা হয়।’

মালেতে এএফসি কাপের ডি-গ্রুপে ১৪ মে থেকে খেলা শুরুর কথা ছিল। মোহনবাগান, মাজিয়া এফসির বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। আবারও করোনা ধাক্কায় স্থগিত হয়ে যেতে পারে টুর্নামেন্ট।

মালদ্বীপের করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। এরইমধ্যে বৃহস্পতিবার থেকে দেশটিতে লকডাউন ঘোষণা করেছে মালদ্বীপ সরকার।

সেক্ষেত্রে জুনে হতে পারে গ্রুপ পর্বের ম্যাচগুলো। জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

৯ মে মালেতে যাওয়ার কথা ছিল কিংসের।ছবি: বাফুফে

ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘মালদ্বীপ থেকে বলা হচ্ছে তারা ভয় পাচ্ছে আসলেই ম্যাচ হবে কি না। তারা এএফসির সঙ্গে কাজ করছে। মৌখিকভাবে জানিয়েছে খেলাটা হওয়ার সম্ভাবনা কম। এএফসি যদি নতুন শিডিউল দেয় তাহলে জুনের শেষ সপ্তাহে শেষ দশ দিনে ম্যাচগুলো হতে পারে। এই সময়ে এশিয়া অঞ্চলের খেলাগুলো দেয়া হয়েছে।’

তবে এতে জুনে জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ে সমস্যা হতে পারে বলে জানায় বাফুফে।

এ বিভাগের আরো খবর