বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেলিগেশন জোনে থাকা আরামবাগকে হারাতে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে চট্টগ্রাম আবাহনীকে। মতিঝিলের দলটির বিপক্ষে কষ্টার্জিত জয়ে পূর্ণ তিন পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে মারুফুল হকের শীষ্যরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার আরামবাগকে ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। লিগের প্রথম লেগেও একই ব্যবধানে আরামবাগকে হারিয়েছিল বন্দর নগরীর দলটি।
বুধবারের ম্যাচের শুরু থেকেই আরামবাগকে চেপে ধরে মারুফুল বাহিনী। পুরো ম্যাচে বহু সুযোগ তৈরি করলেও ফিল্ড গোলের দেখা পাওয়া যায়নি। ছোট ছোট পাসে খেলা গোছালেও তাদের আরাম দেয়নি আরামবাগ। প্রথমার্ধে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় আবাহনী ও আরামবাগ।
দ্বিতীয়ার্ধেও ছিল একই দৃশ্য। আবাহনীর একের পর এক আক্রমণ রুখে দেয় শেখ জাহিদুর রহমানের আরামবাগ। লেফ্ট উইঙ্গার রাকিব হোসেনকে ছাড়া যেন রক্ষণে ছিদ্রই খুঁজে পাচ্ছিল না আবাহনী।
অবশেষে স্পট কিক থেকে ম্যাচের ৭৯ মিনিটে ডেডলক ভাঙে চট্টগ্রাম আবাহনী। ফ্রি-কিক থেকে দারুণ শটে বল জালে জড়ান অধিনায়ক চার্লস দিদিয়ের।
এরপরেও ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ হাতছাড়া করে আবাহনী। ৮৪ মিনিটে পেনাল্টি মিস করেন দিদিয়ের। ৮৯ মিনিটে মান্নাফ রাব্বির একটা দুর্দান্ত ক্রস আবাহনীর পোস্টে লেগে ফিরে আসে বল।
সমতায় ফিরে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সবচেয়ে বড় সুযোগটি হারায় আরামবাগ ম্যাচের অতিরিক্ত সময়ে।
ডি-বক্সের বাইরে থেকে নিহাদ জামান উচ্ছ্বাসের নেয়া শট চট্টগ্রামের আবাহনীর ডিফেন্সে বাধা পেয়ে সিক্স ইয়ার্ডের সামনে পরলে সেখান থেকে আব্দুলকাদিরভের হেড বার ঘেষে চলে যায় মাঠের বাইরে।
রেফারির শেষ বাঁশিতে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। ২২ পয়েন্ট নিয়ে টেবিলে সাতে আছে তারা। আর এ হারে রেলিগেশনেই থাকল আরামবাগ। টানা পাঁচ হারে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে মতিঝিলের দলটি।