বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়ের ধারা অব্যাহত রেখেছে শেখ রাসেল। লিগের দ্বিতীয় পর্বে ব্রাদার্স ইউনিয়নকে হারানোর পর এবার রহমতগঞ্জ এমএফসিকে হারিয়ে টানা তিন জয় তুলে নিল সাইফুল বারী টিটুর বাহিনী। এ জয়ে সাইফকে হটিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে উঠে এল রাসেল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দিনের তৃতীয় ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ ব্যবধানে হারায় শেখ রাসেল। লিগের প্রথম ম্যাচেও সৈয়দ গোলাম জিলানীর দলকে হারিয়েছিল সাইফুল বারী টিটুর শীষ্যরা।
পুরো ম্যাচের লাগাম নিজেদের হাতে রেখে জয় তুলে নেয় শেখ রাসেল। আগের ম্যাচে সাইফকে রুখে দেয়া পুরান ঢাকার জায়ান্টরা এ ম্যাচে সেভাবে প্রতিরোধই গড়ে তুলতে ব্যর্থ হয়।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রহমতগঞ্জ। প্রথমার্ধের তিন মিনিটের মাথায় লিড নেয় শেখ রাসেল।
বখতিয়ার দুশবেকভের সেট পিস থেকে হেডে বল জড়ান সিয়োভাকশ আসররভ। এ নিয়ে শেখ রাসেলের জার্সিতে এটি এ তাজিক ডিফেন্ডারের তৃতীয় গোল। এর আগে পুলিশ ও ঢাকা আবাহনীর বিপক্ষে গোল করেন আসররভ।
ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দুশবেকভ। লিগে রাসেলের জার্সিতে এটা কিরগিজস্থানের মিডফিল্ডারের দ্বিতীয় গোল।
দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।
ফিরে আরও একটি গোল হজম করে ম্যাচ থেকে আরও সরে যায় রহমতগঞ্জ। ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে অল ব্লুজ।মাঝমাঠ থেকে ম্যাচের প্রথম গোলদাতা আসসরভের নেয়া ফ্রি-কিক থেকে ডি-বক্সের ভেতরে ভেসে আসা বলকে দারুণ হেডে লক্ষ্যে পৌঁছে লিগের নিজের পঞ্চম গোলটি করেন ব্রাজিলয়ান জিয়ানকার্লো লোপেজ রদ্রিগেজ।
৩-০ ব্যবধানে ম্যাচ শেষ হলে ক্লিনশিট ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আশরাফুল-হেমন্তরা।
এ জয়ে লিগে আটবার পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল শেখ রাসেল। সঙ্গে ঝুলিতে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ চারে উঠেছে টিটুর শিষ্যরা। আর ১৪ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে জিলানীর দল রহমতগঞ্জ।