বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তপু-সবুজের গোলে কিংসের ছয়ে ছয়

  •    
  • ৪ মে, ২০২১ ২১:১৬

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে পাকের আলীর দল বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারায় অস্কার ব্রুজনের কিংস। লিগের প্রথম পর্বেও কিংসকে ঘামিয়েছিল পুলিশ। সেবার ২-১ ব্যবধানে ম্যাচ জেতে কিংস।

বসুন্ধরা কিংসের বড় পরীক্ষাই নিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। লাতিন জাদুতে বুঁদ থাকা কিংসের জয় এসেছে দুই স্থানীয় ফুটবলার তপু বর্মন ও তৌহিদুল আলম সবুজের গোলে। দুটি গোলই এসেছে দুর্দান্ত দুই হেড থেকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে পাকের আলীর দল বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারায় অস্কার ব্রুজনের কিংস। লিগের প্রথম পর্বেও কিংসকে ঘামিয়েছিল পুলিশ। সেবার ২-১ ব্যবধানে ম্যাচ জেতে কিংস।

প্রথমার্ধে জাতীয় দলের আর লাতিন আমেরিকান ফুটবলারদের নিয়ে সমৃদ্ধ কিংসের বড় পরীক্ষা নেয় পুলিশ। প্রথম ৪৫ মিনিট গোলবার অক্ষত রাখে তারা। উল্টো মাঝেমধ্যে দারুণ কিছু সুযোগ তৈরি করে কিংসের রক্ষণের পরীক্ষা নেন ক্রিস্টিয়ান-জুয়েলরা।

গোলশূন্য প্রথমার্ধ নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ফিরে টানা আক্রমণের ফল হিসেবে ম্যাচের ৫৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কিংস।

রবসন রবিনিয়োর ক্রস থেকে ডি-বক্সের ভেতর থেকে ‍দৃষ্টিনন্দন হেডে বল জালে জড়ান তৌহিদুল আলম সবুজ। লিগে কিংসের জার্সিতে এটা সবুজের চতুর্থ গোল।

তার তিন মিনিট পর জোনাথন ফার্নান্দেজের কর্নার কিক থেকে আরেকটি দারুণ হেডে গোল করেন ডিফেন্ডার তপু বর্মন। মৌসুমে এটা তার প্রথম গোল।

ম্যাচের ৮৫ মিনিটে ব্যবধান কমানোর দারুণ একটি সুযোগ তৈরি করে পুলিশ। ফ্রি-কিক থেকে নেয়া ক্রিস্টিয়ান কুয়াকোর শট বারে লেগে ফিরে না আসলে স্কোরলাইন ২-১ হতে পারত।

শেষ পর্যন্ত কিংসের জালে কোনো বল পাঠাতে না পারার হার নিয়ে মাঠ ছাড়তে হয় পুলিশকে। লিগে তাদের এটা ষষ্ঠ হার। আর টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়ে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল কিংস।

এ জয়ে ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল কিংস। আর পুলিশের ঝুলিতে পয়েন্ট ১৩। আর টেবিলের নয়ে আছে দলটি।

মালদ্বীপে এএফসি কাপের ম্যাচ খেলতে ৯মে ঢাকা ছাড়বে কিংস। তার আগে লিগের শেষ ম্যাচ খেলবে ৭মে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

এ বিভাগের আরো খবর