বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাদার্সকে উড়িয়ে জয়ে ফিরল আবাহনী

  •    
  • ৪ মে, ২০২১ ১৮:৩০

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্সকে ৫-২ ব্যবধানে হারিয়েছে আবাহনী।

বাংলাদেশ পুলিশের কাছে হোঁচট খেয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বের শুরু করা ঢাকা আবাহনী জয়ে ফিরেছে। পয়েন্ট টেবিলের রেলিগেশন জোনে থাকা ব্রাদার্স ইউনিয়নকে তারা উড়িয়ে দিয়েছে বড় ব্যবধানে।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্সকে ৫-২ ব্যবধানে হারিয়েছে আবাহনী।

প্রস্তুতির অভাব থাকা ব্রাদার্সের বিপক্ষে আধিপত্য নিয়ে খেলেছে মারিও লেমসের দল।

ম্যাচের ২২ মিনিটে লিড নিয়ে ফেলে আকাশি-হলুদরা। রায়হানের থ্রো থেকে বেলফোর্টের মাথা ছুঁয়ে সিক্স ইয়ার্ডের ভেতর থেকে বল জালে জড়ান সানডে চিজোবা। টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার।

প্রথমার্ধে আরও দুবার ব্রাদার্সের জালে বল পাঠায় আবাহনী। মাশিহ সাইঘানির পাস থেকে হেডে বল জালে পৌঁছে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার নাসির চৌধুরী। তার চার মিনিট পর জুয়েল রানার গোলে ৩-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় ধানমণ্ডির জায়ান্টরা।

বিরতি থেকে ফিরে ব্রাদার্সের রক্ষণে আক্রমণ অব্যহত রাখে আবাহনী। সানডের ক্রস থেকে গোলের খাতা খোলেন কারভেন্স বেলফোর্ট।

একটু দেরিতে হলেও ম্যাচে ব্যবধান কমায় ব্রাদার্স। ৭৭ মিনিটে উগুচুকুর গোলে দ্বিতীয় পর্বে প্রথম গোলের দেখা পায় গোপীবাগের দলটি।

আবাহনী ম্যাচ ব্রাদার্সের হাতের নাগালের বাইরে নিয়ে যায় ৮১ মিনিটে। বেলফোর্টের ক্রস থেকে চিপ শটে বল জালে জড়ান বদলি হিসেবে নামা উইঙ্গার রুবেল মিয়া। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোল করে ব্যবধান কমান উগুচুকু।

বড় জয়ে মাঠ ছাড়ে আবাহনী। আর লিগে টানা তৃতীয় হার রাজাপাকসের ব্রাদার্সের। এ জয়ে লিগের শিরোপা দৌঁড়ে টিকে রইল আবাহনী। ২৯ পয়েন্ট নিয়ে তিনে লেমসের শিষ্যরা। আর ৫ পয়েন্ট নিয়ে ১২তম অবস্থানে ব্রাদার্স।

এ বিভাগের আরো খবর