বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চেলসির চেয়ে মাদ্রিদে ভালো আছেন কোঁতোয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ মে, ২০২১ ১৩:১৫

মাদ্রিদের জার্সি চাপিয়ে পুরনো ক্লাব চেলসিতে ফিরছেন কোঁতোয়া। বৃহস্পতিবার ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ।

২০১৮ সালে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেলজিয়ান গোলকিপার থিবো কোঁতোয়া। বিশ্বসেরা এই গোলকিপারের ক্লাব ছাড়াটাকে ভালোভাবে নেননি চেলসির সমর্থকেরা।আতলেতিকো মাদ্রিদ থেকে চেলসিতে যেয়ে দলের অপরিহার্য সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। ভক্তরা তার চলে যাওয়াটা মেনে নিতে পারেননি।অবাক করার মতো বিষয় ছিল, রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর তাকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না মাদ্রিদ সমর্থকেরা। কোঁতোয়া ক্লাবের এক নম্বর গোলকিপার হিসেবে জায়গা নেন কেইলর নাভাসের। ভক্ত-সমর্থকদের মধ্যে অসম্ভব জনপ্রিয় ছিলেন নাভাস।মাদ্রিস্তারা জানতেন কোঁতোয়া আসায় নাভাস বেশিদিন টিকতে পারবেন না ক্লাবে। বাস্তবেও তেমনটা হয়। পরের বছর নাভাস চলে যান প্যারিস সেইন্ট জার্মেইয়ে।ভক্ত-সমর্থকদের মন জয় করতে বেশি সময় নেননি কোঁতোয়া। প্রথম বছর ফর্মে না থাকলেও, পরের বছর একের পর এক দারুণ পারফর্মেন্স করে রিয়াল মাদ্রিদের ২০১৯-২০ মৌসুমের লিগ শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভুমিকা।মাদ্রিদের জার্সি চাপিয়ে পুরনো ক্লাব চেলসিতে ফিরছেন কোঁতোয়া। বৃহস্পতিবার ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ।মাদ্রিদের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে এসেছে চেলসি। অ্যাওয়ে গোলের কারণে কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে লন্ডনের ক্লাবটি।আট বছরের মধ্যে পাঁচ নম্বর ফাইনাল খেলতে মুখিয়ে আছে মাদ্রিদ। মুখিয়ে আছেন কোঁতোয়াও। চেলসিতে ফেরা নিয়ে তার অস্বস্তি নেই। স্ট্যামফোর্ড ব্রিজে প্রেসার ম্যাচে তাকে কীভাবে স্বাগত জানাবেন ব্লুজ ভক্তরা সেটা নিয়ে ভাবছেন না এই বেলজিয়ান তারকা। মাদ্রিদের সময়টা এখন অনেক উপভোগ্য তার কাছে।বেলজিয়ামের পত্রিকা এইচএলএনকে তিনি বলেন স্পেনে শুরুতে অনেক প্রতিকূল পরিস্থিতি থাকলেও, এখন তিনি সেখানে নিজ দেশের চেয়ে ভালো আছেন।‘মাদ্রিদে আমি সুনামির মতো পরিস্থিতি সামলেছি। এখানকার (বেলজিয়াম) পত্রিকায় পড়তাম আমি নই, বেলজিয়ামের সেরা খেলোয়াড়ের পুরস্কার লুকাকুর প্রাপ্য। স্পেনে আমাকে বেলজিয়ামের চেয়ে বেশি সম্মান করা হয়।’চেলসিকে টপকে ফাইনালে পৌছানো তো বটেই কোঁতোয়ার নজর এখন চ্যাম্পিয়নস লিগ শিরোপার দিকে। মাদ্রিদকে বিশ্বসেরা ক্লাব উল্লেখ করে এই শট স্টপার বলেন, ‘ছোটখাট বিষয়গুলোই চ্যাম্পিয়নস লিগে ভাগ্য নির্ধারণ করে দেয়। আমাদের স্বপ্ন ট্রফি জেতার। রিয়াল মাদ্রিদের পাশাপাশি ও বেলজিয়ামের হয়েও ট্রফি জিততে চাই। যেটা আমি এখনও করিনি। আশা করি খুব দ্রুত সেটা সত্যি হবে।’

এ বিভাগের আরো খবর