ভালেনসিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে দল। টিকে আছে লিগ শিরোপা লড়াইয়ে। চার রাউন্ডের খেলা বাকি। সতীর্থদের উজ্জ্বীবিত করতে ও জয় উদযাপন করতে নিজ বাড়িতে বার্সেলোনা ক্লাবের সব খেলোয়াড়কে নিয়ে পার্টি করেছেন লিওনেল মেসি।জেরার্ড পিকে, সার্হিও বুস্কেতস, হোর্দি আলবাদের মতো সিনিয়র থেকে শুরু করে পার্টিতে ছিলেন ইলাইশ মরিবা, পেদ্রি ও রোনাল্ড আরাউহোর মতো উঠতি তারকারাও।পার্টিতে খানা-পিনা ও আনন্দ করার পাশাপাশি মেসি সতীর্থদের মনে করিয়ে দেন সামনের চার রাউন্ডের ম্যাচে কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে।গত সপ্তাহে গ্রানাদার কাছে হারের পর শিরোপা দৌঁড়ে অনেকটাই পিছিয়ে পড়ে বার্সেলোনা। এই সপ্তাহে ভালেনসিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ জেতার পর দল কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এই মৌসুমে শুধুমাত্র কোপা দেল রে শিরোপা জিতেছে বার্সেলোনা।বাদ পড়েছে চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় পর্ব থেকে। তাই লিগ শিরোপা জয় করে মৌসুম শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ বার্সা।সেটি করতে হলে লিগের শেষ চার ম্যাচ তাদের জিততেই হবে। শেষ চার ম্যাচ বার্সা খেলবে আতলেতিকো মাদ্রিদ, লেভান্তে, সেলতা ভিগো ও এইবারের বিপক্ষে।এর মধ্যে সামনের শনিবারের আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি বার্সেলোনার জন্য জীবন মরণের ব্যাপার। ওই ম্যাচ জিতলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে তাদের সামনে। হারলে শেষ হয়ে যাবে শিরোপা সম্ভাবনা।এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেসি তার বন্ধু ও সতীর্থদের মনোবল বাড়াতে ও মানসিক চাপ কমাতে আয়োজন করেন নিজের বাসায় ওই পার্টির।স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানায়, পার্টি শেষে সবাই মিলে ‘কাম্পেওনেস, কাম্পেওনেস’ স্লোগান দেন কাতালান ক্লাবটির খেলোয়াড়রা।স্প্যানিশ কাম্পেওনেস শব্দের অর্থ চ্যাম্পিয়ন।মেসি এখনও বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি সই করেননি। এমন অবস্থায় অনেক বিশ্লেষক এই পার্টিকে দেখছেন মেসির সঙ্গে পুরো স্কোয়াডের বিদায়ী সাক্ষাত হিসেবে।তবে, লা লিগা মৌসুম শেষ না হলে মেসির ভবিষ্যত নিয়ে কিছুই বলা যাবে না তা প্রায় নিশ্চিত। এই আর্জেন্টাইন সুপারস্টারের জোড়া গোলে ভালেনসিয়াকে হারানোর পর তাদের অবস্থান লিগে তৃতীয়।৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের। দুই ও তিনে থাকা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট সমান ৭৪। আর চারটি করে ম্যাচ বাকি তিন দলের।
মেসির বাসায় পার্টিতে ক্লাব সতীর্থরা
জেরার্ড পিকে, সার্হিও বুস্কেতস, হোর্দি আলবাদের মতো সিনিয়র থেকে শুরু করে পার্টিতে ছিলেন ইলাইশ মরিবা, পেদ্রি ও রোনাল্ড আরাউহোর মতো উঠতি তারকারাও।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>