বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেরি আ শিরোপা জিতল ইন্টার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ মে, ২০২১ ২১:১৭

শনিবার ক্রোতোনেকে ২-০ গোলে হারিয়ে নিজেদের কাজ এগিয়ে রাখে ইন্টার মিলান। পরদিন তাদের চোখ ছিল আতালান্তার দিকে। সাসুওলোর সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। টেবিলের দুইয়ে থাকা আতালান্তা পয়েন্ট খোয়ালে নিশ্চিত হয় শিরোপা জিতছে ইন্টারনাৎসিওনাল।

মোটামুটি নিশ্চিতি ছিল তাদের শিরোপা। পয়েন্ট টেবিলের মারপ্যাঁচে কিছুটা অপেক্ষায় থাকতে হয় তাদের। রোববার সন্ধ্যার ম্যাচে টেবিলের দুইয়ে থাকা আতালান্তা পয়েন্ট খোয়ালে নিশ্চিত হয় শিরোপা জিতছে ইন্টারনাৎসিওনাল।এতে করে ইউভেন্তাসের টানা নয় মৌসুম শিরোপা জেতার ধারাবাহিকতা ভাঙলো মিলানের ক্লাবটি। ইতালিয়ান শীর্ষ লিগ সেরি আর শিরোপা ১১ বছর আগে সবশেষ জিতেছিল ঐটিহ্যবাহী ক্লাবটি।শনিবার ক্রোতোনেকে ২-০ গোলে হারিয়ে নিজেদের কাজ এগিয়ে রাখে ইন্টার মিলান। পরদিন তাদের চোখ ছিল আতালান্তার দিকে। সাসুওলোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ইন্টারের নিকটতম প্রতিদ্বন্দ্বি আতালান্তা।ফলে, ৩৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৯। শীর্ষে থাকা ইন্টারের পয়েন্ট সমান ম্যাচে ৮২। চার রাউন্ড বাকি থাকায় ১৩ পয়েন্টের ব্যবধান কমানো সম্ভব নয় আতালান্তার পক্ষে। তাই চার ম্যাচ আগেই শিরোপা জিতে নিয়েছে ইন্টার মিলান।তবে, এখনই শিরোপা উৎসব করতে পারছে না তারা। সেজন্য সামনের শনিবার পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। নিজ মাঠে সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তাদের হাতে তুলে দেয়া হবে ট্রফি।সেরি আর শিরোপা লড়াই শেষ হয়ে গেলেও উত্তেজনা কমেনি বিন্দুমাত্র। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া নিয়ে লড়াই অব্যহত আছে বাকি দলগুলোর মধ্যে।চ্যাম্পিয়ন ইন্টারের ইউরোপ সেরা প্রতিযোগিতায় খেলা নিশ্চিত কিন্তু পরের তিনটি স্পট নিয়ে লড়াই চলছে পাঁচ দলের মধ্যে।তিনে থাকা মিলানে পয়েন্ট আতালান্তার সমান ৬৯। চারে থাকা নাপোলির ঝুলিতে আছে ৬৭। পাঁচে আছে টানা নয়বারের চ্যাম্পিয়ন ইউভেন্তাস। ক্রিস্টিয়ানো রোনালডোর দলের সংগ্রহ ৬৬ পয়েন্ট। আর ছয় নম্বরে আছে রোমের ক্লাব লাৎসিও। তাদের পয়েন্ট ৬৪।চার রাউন্ড বাকি থাকায়, দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এতে কোনো সন্দেহ নেই। ২৩ মে শেষ হচ্ছে এবারের সেরি আ মৌসুম।

এ বিভাগের আরো খবর