স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াই শেষ মুহূর্তে এসেই একেবারে জমজমাট। আতলেতিকো মাদ্রিদ শীর্ষে থাকলেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে। আর মাত্র চার রাউন্ড বাকি আছে লিগের। তারপরও নিশ্চিত হওয়া যাচ্ছে না কে জিতবে শিরোপা।এমন অবস্থায় রিয়াল মাদ্রিদ আছে কিছুটা দ্বিধায়। কারণ লা লিগার পাশাপাশি তারা খেলছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগেও। লিগ শিরোপার আশা বাদ দিয়ে ইউরোপ সেরা হওয়ার দিকেই মনোযোগ বেশি রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের এমনটা বলছেন বিশেষজ্ঞরা। তবে, জিদান তাদের এই দাবি উড়িয়ে দিয়েছেন।ওসাসুনার বিপক্ষে শনিবার রাতে ২-০ গোলে জয়ের পর জিদান সাংবাদিকদের বলেন তার দল শিরোপার জন্য একেবারে শেষ পর্যন্ত লড়াই করবে।‘অনেক কিছুই ঘটেছে কিন্তু আমরা টিকে আছি। চারটা ম্যাচ বাকি তারপরও আমরা লড়াইয়ে আছি। শেষ পর্যন্ত লড়াই করে যাব। আমরা শিরোপা জিততে পারি। বলছি না যে আমরাই জিতব। কিন্তু আমি নিশ্চিত বলতে পারি আমরা শিরোপা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টাই করব।’লিগ শিরোপা লড়াইয়ের কথা বললেও জিদানের মাথায় যে ঘুরছিল চ্যাম্পিয়নস লিগ সেটার ইঙ্গিত ছিল ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের একাদশে। নিজ মাঠে দুই অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মডরিচ ও টনি ক্রুসকে বিশ্রাম দেন মাদ্রিদ বস।‘আমরা অনেকগুলো ম্যাচ খেলছি। এর মধ্যে লুকা আর টনি বিশ্রাম পেয়েছে সেটা ভালো। আনতোনিও ব্লাঙ্কো খেলেছে ও ভালো করেছে। প্রতিটা ম্যাচ যেভাবে খেলছি সেটা খুব সহজ কাজ নয়। এই ম্যাচেও আমরা দুই গোল করেছি ও ক্লিন শিট রাখতে পেরেছি। আমাদের সন্তুষ্ট হওয়া উচিত।’ক্রুস ও মডরিচ না খেললেও ম্যাচে শুরু থেকে খেলেছেন ইডেন অ্যাজার। চোট থেকে সেরে ওঠা এই বেলজিয়ান তিন মাস পর প্রথমবারের মতো ম্যাচের শুরুর একাদশে জায়গা পান। জিদান এই এক শ মিলিয়ন ইউরো ম্যানের পারফর্ম্যান্সে খুশি।‘সে ভালো খেলেছে। সে শুরু থেকে খেলেছে প্রায় ৭০ মিনিট। কারিম (বেনজেমা) এর কাছাকাছি পজিশনটা ও বেশ ভালো খেলেছে। আমি তার খেলায় সন্তুষ্ট।’ওসাসুনার বিপক্ষে জয়ের পর লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭৪। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ সমান ম্যাচে ৭৬। তিনে থাকা বার্সেলোনার ঝুলিতে আছে ৭১ পয়েন্ট। তারা ম্যাচ খেলেছে একটি কম।রাতে ভালেনসিয়ার মাঠে নামছে মেসির দল। শিরোপা লড়াইয়ে জিততে হলে জয়ের বিকল্প নেই তাদের সামনে।
শেষ পর্যন্ত লড়তে চান জিদান
ওসাসুনার বিপক্ষে শনিবার রাতে ২-০ গোলে জয়ের পর জিদান সাংবাদিকদের বলেন তার দল শিরোপার জন্য একেবারে শেষ পর্যন্ত লড়াই করবে।
-
ট্যাগ:
- জিদান
এ বিভাগের আরো খবর/p>