শক্তিশালী চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব দারুণভাবে শুরু করেছে ধানমন্ডির জায়ান্ট শেখ জামাল। এ জয়ে লিগে বসুন্ধরা কিংসের সঙ্গে ১৩ ম্যাচে অপরাজিত থাকল শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দিনের শেষ ম্যাচে মারুফুল হকের চট্টগ্রাম আবাহনীকে ৩-১ ব্যবধানে হারায় শেখ জামাল।
হাইভোল্টেজ ম্যাচটি আক্রমণ-পাল্টা আক্রমণে রোমাঞ্চ ছড়াবে তা অনুমেয় ছিল। হয়েছেও তাই। দুই দলের জমজমাট ফুটবল দেখেছে ফুটবল সমর্থকরা।
ম্যাচের ৩০ মিনিটের মাথায় লিড নেয় শেখ জামাল। আবাহনীর ভুল পাসের ফায়দা সুদে আসলে তুলে নেন জামালের মিডফিল্ডার ওটাবেক। ডিফেন্ডার লাইনের ওপর দিয়ে দেয়া চিপ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ে নিচু শটে গোলকিপার নাঈমকে পরাস্ত করে জালের সন্ধান খুঁজে নেন সুলায়মান সিল্লাহ। সঙ্গে লিগে নিজের ষষ্ঠ গোলটি আদায় করে নেন এই গাম্বিয়ান।
তার এক মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। এবার সেট পিস থেকে কেস্টো কুমার বোসের লং পাসটা প্রায় মাটিতে শুয়ে এক টাচেই সিক্স ইয়ার্ডের সামনে এগিয়ে দেন ওটাবেক। গোলকিপারকে ওয়ান টু ওয়ানে পরাস্ত করে জালে বল জড়ান গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কানফর্ম।
গাম্বিয়ান ফরোয়ার্ডদের জোড়া গোলের লিডের স্বস্তি নিয়ে বিরতিতে যায় জামাল।
বিরতি থেকে ফিরে ব্যবধান কমাতে উঠে-পড়ে লাগে মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী। জামালের ডিফেন্সের ভুলে বল পেয়ে মান্নাফ রাব্বি ওয়ান টু ওয়ানে গোলকিপার জিয়াকে বিট করতে ব্যর্থ হলে ফিরতি বলে বল জালে জড়িয়ে আকাশি-নীল বাহিনীতে স্বস্তি ফেরান কৌশিক বড়ুয়া (২-১)।
দ্বিতীয়ার্ধে জমজমাট লড়াইয়ের মধ্যে ম্যাচটাকে আবাহনীর জন্য আরও কঠিন করে তোলে জামাল। এবার আবারও ওটাবেকের ম্যাজিক। তার ম্যাচের হ্যাটট্রিক অ্যাসিস্টকে দুর্দান্ত কাজে লাগান ডিফেন্ডার রেজাউল করিম। সেট পিস থেকে নেয়া ওটাবেকের ক্রস হেডে সরাসরি জারে জড়ান এই স্থানীয় ডিফেন্ডার।
৩-১ ব্যবধানে লিড নিয়ে ফেলে ধানমন্ডির জায়ান্টরা। শেষ পর্যন্ত এই ফল নিয়েই মাঠ ছাড়ে মানিকের শিষ্যরা। সঙ্গে লিগে অপরাজিত থাকার ধারা অব্যাহত রেখেছে জামাল। সবমিলিয়ে লিগে এবার অষ্টম জয় হলুদ বাহিনীর। আর লিগে চতুর্থ হার চট্টগ্রাম আবাহনীর।
এ জয়ে পয়েন্ট টেবিলে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে শেখ জামাল। আর ১৯ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর অবস্থান সাতে।