বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামালের ফেরার ম্যাচে পয়েন্ট হারাল সাইফ

  •    
  • ১ মে, ২০২১ ২২:১৬

ভারতের কলকাতা মোহামেডান পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে সাইফের হয়ে প্রথম ম্যাচে হোঁচট খেয়েছেন জাতীয় দলের অধিনায়ক। তার দল রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।

ডেনমার্ক থেকে ফিরে কোয়ারেন্টিন পর্ব শেষে সাইফে ফেরার দিনে ড্রয়ের স্বাদ পেলেন জামাল ভূঁইয়া। ভারতের কলকাতা মোহামেডান পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে সাইফের হয়ে প্রথম ম্যাচে হোঁচট খেয়েছেন জাতীয় দলের অধিনায়ক। তার দল রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে সাইফকে গোলশূন্য স্কোরে রুখে দেয় রহমতগঞ্জ এমএফসি।

লিগের প্রথম পর্বের সবশেষ তিন ম্যাচে জয় পাওয়া সাইফের দ্বিতীয় পর্ব শুরু হলো ড্র দিয়ে।

পল পুট অধ্যায়ের পর সাইফের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে হোঁচট খেলেন স্টুয়ার্ট হল।

ম্যাচে প্রথম ২০ মিনিটে আধিপত্য নিয়ে খেলে সাইফ। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি রহমত-রাফিরা।দ্বিতীয়ার্ধে দুই দলই সমান তালে খেলতে থাকে। সমান সুযোগ তৈরি করে। কেউই জালের সন্ধ্যান না পাওয়ায় গোলশূন্য স্কোর নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

পয়েন্ট ভাগাভাগি করে দ্বিতীয় পর্ব শুরু করে সাইফ ও পুরান ঢাকার দলটি। লিগের প্রথম পর্বেও সাইফকে রুখে দিয়েছিল সাঈদ গোলাম জিলানীর শিষ্যরা।

এ ড্রয়ে পয়েন্ট টেবিলে অবশ্য কোনো হেরফের হয়নি। ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে সাইফ। আর ১৪ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছেন রহমতগঞ্জ।

এ বিভাগের আরো খবর