বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব জয় দিয়ে শুরু করেছে মোহামেডান। দারুণ নাটকীয়তায় আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে মতিঝিল ডার্বি জিতে নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালির স্ট্রাইকার সুলেমান দায়াবাতের জোড়া গোলে আরামবাগকে ২-১ গোলে হারায় মোহামেডান। লিগে নিজেদের ষষ্ঠ জয় তুলে নিয়েছে শন লিনের শিষ্যরা।
প্রথম লিগের শেষ ম্যাচ শেখ জামালের কাছে হেরে শেষ করেছিল মোহামেডান। দ্বিতীয় পর্বের শুরুতে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে ঐতিহ্যবাহী দলটিকে।
ম্যাচে আধিপত্য বিরাজ করে নয় মিনিটে লিড নেয় মোহামেডান।
মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগের সেট পিস থেকে নেয়া ক্রস নিয়ন্ত্রণে নিয়ে আরামবাগের জালে বল জড়ান দায়াবাতে।
এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় মোহামেডান।
বিরতির পর প্রথম গোলের অ্যাসিস্টদাতা সোহাগ হয়ে ওঠেন খলনায়ক।
বাম প্রান্ত থেকে আসা ক্রসটা ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালে ঢুকিয়ে দেন এই মিডফিল্ডার। আচমকে গোলবারে আসা বলটা ফিস্ট করার চেষ্টা করেও আটকাতে পারেননি গোলকিপার সুজন।
ম্যাচে ১-১ গোলের সমতায় ফেরে আরামবাগ।
মোহামেডানের জার্সিতে প্রথম প্রিমিয়ার লিগে অভিষেক করেন ক্যামেরুন স্ট্রাইকার ইয়াসান ওয়াচিং
এভাবেই শেষ হতে পারত ম্যাচ। তবে অতিরিক্ত সময়ে দুই দলের লড়াই নতুন মোড় নেয়।
মাঝমাঠের লম্বা থ্রোয়ে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে শট নেন মোহামেডানের জার্সিতে প্রথম প্রিমিয়ার লিগে মাঠে নামা ক্যামেরুন স্ট্রাইকার ইয়াসান ওয়াচিং। ডিফেন্ডারের গায়ে লেগে বল পায়ে পেয়ে যান দায়াবাতে।বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে দারুণ ফিনিশিং করেন এই মালির ফরোয়ার্ড।
২-১ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে শন লিনের মোহামেডান।
যে দলের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক করেছিলেন রবিউল হাসান। সেই দলের বিপক্ষে মাঠে নেমে মোহামেডানের জার্সিতে আজ অভিষেক হয় এই মিডফিল্ডারের। ৭৭ মিনিটে বদলি হিসেবে নামেন রবিউল।
লিগে টানা চার হার তার পুরনো দল আরামবাগের। সবমিলে ১৩ ম্যাচে ১২টিতেই হারের স্বাদ পেয়েছে অবনমনের শঙ্কায় থাকায় দলটি।
ম্যাচ জিতে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে মোহামেডান।