বিশ্বের অষ্টম তারকা ও দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সট্যাগ্রামে ভক্তসংখ্য ২০ কোটি ছাড়িয়েছে লিওনেল মেসি। শনিবার এই মাইলফলক অর্জন করেন আর্জেন্টিনা অধিনায়ক।তবে, এই মাইলফলক উদযাপন করছেন না মেসি। অনলাইনে নিপীড়নের প্রতিবাদে ২০ কোটি ভক্তের মাইলফলক ছোঁয়ার রেকর্ড উদযাপন করছেন না এমনটি জানিয়েছেন তিনি নিজেই।ইনস্ট্যাগ্রামে নিজের একটি ছবি দিয়েছেন মেসি। ছবিতে লেখা ২০০ মিলিয়ন কথাটা লেখার পর লাল রঙ দিয়ে কেটে দেয়া হয়েছে। নিচে লেখা আছে #স্টপঅনলাইনঅ্যাবিউজছবির ক্যাপশনে অনলাইন নিপীড়নের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থান তুলে ধরেছেন মেসি।তিনি লিখেছেন, ‘আপনাদের থেকে সবসময় যে সমর্থন ও ভালোবাসা পাই তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্ত আমার মনে হয় এটি প্রতিটা প্রোফাইলের পেছনে যে মানুষগুলো থাকে তাদেরকে গুরুত্ব দেওয়ার উপযুক্ত সময়। প্রতিটা অ্যাকাউন্টের পেছনেই একজন রক্ত মাংসের মানুষ থাকেন। যিনি হাসেন, কাঁদেন, উপভোগ করেন ও কষ্ট পান। তারা অনুভূতি সম্পন্ন মানুষ।’অনলাইনে নিপীড়ন, বিদ্বেষ, বুলিং ও বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ছয়বারের ব্যলন ডর জয়ী। ধর্ম, বর্ণ, গোত্র কিংবা লিঙ্গ নির্বিশেষে কারোরই দুর্ব্যবহার প্রাপ্য নয় উল্লেখ করে মেসি লেখেন,’আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে প্রতিনিয়ত প্রতিটা প্ল্যাটফর্মে নিপীড়ন বৃদ্ধি পেতে দেখছি। দেখছি যে এটার বিরুদ্ধে কেউ কিছু করছেন না। এই ধরণের আক্রমণাত্মক মনোভাবকে শক্তভাবে নিন্দা করতে হবে ও যেসব প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্মগুলো চালায় তাদের কাছে দাবি করতে হবে যেন এই আচরণগুলির বিরুদ্ধে তারা জরুরি ব্যবস্থা নেয়।’নিজের ফলোয়ারদের অনলাইন নিপীড়নের বিরুদ্ধে ক্রুসেডের ডাক দেন বার্সেলোনা ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।‘আমি আপনাদের, ২০০ মিলিয়ন ফলোয়ারদের বলব, প্ল্যাটফর্মগুলোকে আরও সুরক্ষিত ও সম্মানের জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে আপনারা ২০০ মিলিয়ন কারণ হয়ে এগিয়ে আসুন। যাতে করে আমরা নির্দ্বিধায় ও নির্ভয়ে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। যাতে করে অপমান, বর্ণবাদ, নিপীড়ন ও বিদ্বেষের জায়গা প্ল্যাটফর্মগুলোতে না হয়।’এরই মধ্যে ইংল্যান্ডে বর্ণবাদের প্রতিবাদে শুক্র থেকে সোমবার পর্যন্ত সোশ্যাল মিডিয়া বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্লাবগুলো। এতে যোগ দিয়েছে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ ও নারী ফুটবল লিগের সবগুলো ক্লাব।ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সময় শুক্রবার দুপুর ৩টা থেকে সোমবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত ফেইসবুক, ইনস্ট্যাগ্রাম ও টুইটার ব্যবহার বন্ধ রাখার। যে সকল ক্লাব ও খেলোয়াড়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে তারা সেগুলো বন্ধ রাখবে এ চারদিন।মেসি স্বাগত জানান এমন উদ্যোগকে। ইংলিশ ফুটবলের সঙ্গে একাত্মতা জানিয়ে মেসি লিখেছেন, ‘সোশ্যাল প্ল্যাটফর্মে বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে একাত্ম হওয়ার জন্য যুক্তরাজ্যে ফুটবলের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন ও ভালবাসা।‘লিওনেল মেসির আগে ইন্সট্যাগ্রামে ২০ কোটি ফলোয়ার সংখ্যায় পৌছান ক্রিস্টিয়ানো রোনালডো। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ২৮ কোটি। যা ইন্সট্যাগ্রামে সর্বোচ্চ।
ইন্সট্যাগ্রামে ২০ কোটির দিনে মেসির প্রতিবাদ
মাইলফলক উদযাপন করছেন না মেসি। অনলাইনে নিপীড়নের প্রতিবাদে ২০ কোটি ভক্তের মাইলফলক ছোঁয়ার রেকর্ড উদযাপন করছেন না এমনটি জানিয়েছেন তিনি নিজেই।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>