বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্বিতীয় রাউন্ডের শুরুতেই আবাহনীর হোঁচট

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ এপ্রিল, ২০২১ ২১:৩৮

শুক্রবার দুপুরে এএফসি কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার কয়েক ঘণ্টা পর পুলিশের বিপক্ষে হোঁচট খেয়েছে তারা। পুলিশের বিপক্ষে দুইবার এগিয়ে যাবার পরও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ধানমন্ডির জায়ান্টরা। ২-২ গোলে ড্র করেছে।

এএফসি কাপ থেকে বাদ পড়ার আঘাতটা আবাহনী লিমিটেড খেলোয়াড় ও কর্মকর্তাদের মনে কতটা লেগেছে সেটা বোঝা গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে দলটির প্রথম ম্যাচে। শুক্রবার দুপুরে এএফসি কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার কয়েক ঘণ্টা পর পুলিশের বিপক্ষে হোঁচট খেয়েছে তারা।পুলিশের বিপক্ষে দুইবার এগিয়ে যাবার পরও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ধানমন্ডির জায়ান্টরা। ২-২ গোলে ড্র করেছে।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী শুরুটা করে দাপটের সঙ্গেই। তারপরও গোল পেতে খানিকটা অপেক্ষা করতে হয় তাদের।৩৪ মিনিটে রাফায়েল অগুস্তোর অ্যাসিস্ট থেকে ম্যাচের প্রথম গোল করেন মোহাম্মদ জুয়েল রানা।পিছিয়ে পড়েও হতচকিত হয়ে পড়েনি বাংলাদেশ পুলিশ। আক্রমণ অব্যাহত রাখে তারা। বজায় রাখে প্রতিপক্ষের উপর চাপ।ফলও পেয়ে যায় হাতেনাতে। ৪১ মিনিটে ফ্রেডেরিক পুডার বাড়ানো বল থেকে ম্যাচে সমতা ফেরান ক্রিস্টুয়ান কুয়াকো।১-১ সমতাতেই বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজেদের লিড ফিরে পায় আবাহনী। ৪৮ মিনিটে সানডে চিজোবার স্ট্রাইকে ম্যাচে দ্বিতীয়বার লিড নেয় আকাশি-হলুদরা। আবাহনীর তারকা ফরোয়ার্ডকে বলের যোগান দেন হাইশিয়ান কারভেনস বেলফোর্ট।প্রথমার্ধের মতো এবার অবশ্য সঙ্গে সঙ্গে গোল ফেরত দিতে পারেনি পুলিশ। নিজেদের থিতু করতে কিছুটা সময় নিয়ে নেয় তারা।ম্যাচে তাদের দ্বিতীয় সাফল্য আসে ৬০ মিনিটে। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে দ্বিতীয়বার দলকে সমতায় ফেরান কুয়াকো। কোট ডে ভোয়ার এই ফরোয়ার্ডকে বলের যোগান দিয়েছেন জমির উদ্দিন।এই গোলের পরই নিজেদের রক্ষণ দৃঢ় করে ফেলে পুলিশ। যে কারণে আধঘণ্টা সময় পেলেও আর গোলের দেখা পায়নি আবাহনী। তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মারিও লেমোসের শীষ্যদের।ড্রয়ের ফলে টেবিলের তিনে আছে আবাহনী। শেষ পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় ড্র। জয় পেয়েছে দুইবার ও হেরেছে একটি ম্যাচ। ১৩ ম্যাচ খেলে তাদের ঝুলিতে আছে ২৬ পয়েন্ট।আর বাংলাদেশ পুলিশ এক পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে ১৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ২৬ পয়েন্ট পাওয়া শেখ জামাল আছে দুইয়ে। তবে, তারা ম্যাচ খেলেছে একটি কম।

এ বিভাগের আরো খবর