দুই সপ্তাহ আগে নিজের রেকর্ড ভাঙ্গার বুট জোড়া নিলামে তুলেছিলেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে বিশ্বরেকর্ড ৬৪৪ তম গোল করার ম্যাচে যে বুট পড়ে খেলেছেন সেই বুট জোড়া নিলামে তুলে হাসপাতালের জন্য তহবিল যোগারের চেষ্টায় ছিলেন ছয়বারের বিশ্বসেরা ফুটবলার।২২ ডিসেম্বর লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে বার্সার জার্সি গায়ে ৬৪৪ তম গোলটি করেন মেসি। ছাড়িয়ে যান সান্তোসের হয়ে পেলের করা ৬৪৩ গোলের রেকর্ডকে।ওই ম্যাচের বুটজোড়া নিজ হাতে সই করে নিলামে তোলেন মেসি। বুটজোড়ায় তার তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোর পাশাপাশি মেসির স্ত্রী আন্তোনেয়া রোকুৎসোর নাম লেখা রয়েছে।জার্মানির ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক আডিডাসের নেমেসিজ বুটজোড়া মেসির জন্য বিশেষভাবে তৈরি।ইংল্যান্ডের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস শুক্রবার নিলামে তোলে তার বুটজোড়া। শুক্রবার প্রতিষ্ঠানটি জানায় সেগুলো বিক্রি হয়েছে এক লাখ ২৫ হাজার পাউন্ডে (প্রায় এক কোটি ৪৮ লাখ টাকা)। ক্রেতার নাম জানায়নি ক্রিস্টিস।
এই বুটজোড়া পায়েই বার্সেলোনার হয়ে রেকর্ড গোল করেছেন মেসি। ছবি: ক্রিস্টিস
মেসি এই অর্থের পুরোটাই দান করছেন বার্সেলোনার ভাল হেব্রন ইউনিভার্স্টি হাসপাতালে। বুটজোড়া নিলামে তোলার সময় মেসি পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।‘ক্লাবের পক্ষে ৬৪৪ গোল করে আমি খুবই আনন্দিত। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ঐসব শিশুদের সাহায্য করা যারা নিজেদের সুস্বাস্থ্য ফিরে পেতে লড়াই করছে। আশা করি এই নিলামের মধ্যে দিয়ে পুরো উদ্যোগ সম্বন্ধে সবার সচেতনতা বাড়বে। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়টিকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ।’মেসির সবশেষ গোল এসেছে লা লিগার গ্রানাদার বিপক্ষে। ২-১ গোলে বার্সেলোনার হেরে যাওয়ার ম্যাচে দলের পক্ষে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার।