প্রায় ৫৩ দিনের বিরতি শেষে শুক্রবার মাঠে গড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব। প্রায় দেড় মাস থেকে এএফসি কাপ ও লিগ সামনে রেখে অনুশীলনে থাকা বসুন্ধরা কিংস দ্বিতীয় পর্ব শুরু করল উড়ন্ত জয়ে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেলে উত্তর বারিধারাকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। লিগে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।
জোড়া গোল করেছেন কিংসের তিন বিদেশী ফুটবলার রবসন রবিনিয়ো, রাউল বেসেরা ও জোনাথন ফার্নান্দেজ।
আবাহনীকে ৪-১ ব্যবধানে হারিয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করেছিল কিংস।
তেতে থাকা কিংসের সামনে শুক্রবারের ম্যাচে পাত্তাই পায়নি উত্তর বারিধারা। ম্যাচের শুরু থেকে আক্রমণের পর আক্রমণ সাজিয়ে গোলোৎসবে মেতেছে রবসন-রাউলরা।
ম্যাচের তিন মিনিটে খালিদ শাফির থ্রো থেকে হেডে বল জড়িয়ে কিংসের গোলের খাতা খোলেন রাউল বেসেরা। তার সাত মিনিট পর রবিনিয়োর ক্রস থেকে বল জালে পৌঁছে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ফার্নান্দেজ।
মাঝমাঠের মায়েস্ত্রো ব্রাজিলিয়ান ফার্নান্দেজের ক্রস থেকে ম্যাচের ৩৪ মিনিটে বল জালে জড়িয়ে ব্যবধান ৩-০ করেন রবিনিয়ো। এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় কিংস।
বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার একমাত্র সুবর্ণ সুযোগটি হাতছাড়া করে উত্তর বারিধারার সুজন বিশ্বাস। গোলকিপার আনিসুর রহমান জিকোকে কাটিয়ে ফাঁকা পোস্টে জালের সন্ধ্যান পাননি এই স্থানীয় ফুটবলার। এমন হতাশার সময়ে বারিধারাকে আরও চেপে ধরে কিংস।
ম্যাচের ৫৫ মিনিটে রবিনিয়োর ক্রস থেকে ব্যবধান ৪-০ করে ফেলেন ফার্নান্দেজ। নিজের জোড়া গোলের দিনে ত্রয়ীর বাকী দুজনও জোড়া গোলের দেখা পান।
তার আট মিনিট পর ইব্রাহিমের ক্রস থেকে বল জালে জড়িয়ে জোড়া গোলের পাশাপাশি লিগে নিজের এগারতম গোলটি করে ফেলেন বেসেরা। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় অবস্থানে আছেন এই আর্জেন্টাইন।
রবিনিয়ো বাদ পড়বেন কেন! ম্যাচের অতিরিক্ত মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শেখ জামালের স্ট্রাইকার পা ওমর জবের সঙ্গে শীর্ষে উঠে এলেন রবিনিয়ো। লিগে কিংসের জার্সিতে রবিনিয়োর গোলের সংখ্যা এখন ১২টি।
তার গোলে ৬-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস। সঙ্গে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল ব্রুজনের শিষ্যরা। ১৩ ম্যাচে অপরাজিত কিংসের পয়েন্ট ৩৭। আর এ হারে বারিধারা এক ধাপ পিছিয়ে নেমে গেছে ১১ তে। তাদের পয়েন্ট ৯।
কিংসের এএফসি কাপে খেলার আগে আরও দুটি ম্যাচ খেলবে। চার মে’তে পুলিশের বিপক্ষে। আর সাত মে একই ভেন্যুতে খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। এরপরে আগামী ১৪ মে’ মাজিয়ার বিপক্ষে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে কিংস।