অবশেষে ৫৩ দিন পর শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব। লকডাউনের কারণে ৫ মে পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন তিনটি করে ম্যাচ হবে।লকডাউন শেষে ঢাকার বাইরে ভেন্যুতে ম্যাচ দিয়ে ফিক্সচার দিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি।
লকডাউনে দফায় দফায় লিগ পেছালে ভার্চুয়াল বৈঠকের মধ্য দিয়ে ৩০ এপ্রিল লিগের দ্বিতীয় পর্ব শুরু ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
এর মধ্যে সিংহভাগ ক্লাবই তাদের খেলোয়াড়দের ছুটি দিয়ে দেয়। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস অনুশীলন অব্যহত রেখেছে এএফসি কাপকে সামনে রেখে। প্রস্তুতিতে অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে তারা।
লিগের পয়েন্ট টেবিলেও আধিপত্য এই দুই দলের। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস। ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল। এক পয়েন্ট কম নিয়ে তিনে আবাহনী।আর ২২ পয়েন্ট নিয়ে চারে সাইফ। শেখ রাসেল আছে পাঁচে আছে ২০ পয়েন্ট নিয়ে। ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে মোহামেডান ও সাতে চট্টগ্রাম আবাহনী।
এএফসি কাপ বিবেচনায় রেখে ফিক্সচার তৈরি করার কথা বলা হলেও ৪, ৭ ও ১১ মেতে আবাহনীর ম্যাচ রাখা হয়েছে। এসময় এএফসি কাপের ম্যাচ চললে আবাহনীর এই তিন ম্যাচ নেয়া হবে জুনে।আর সাত মের পর থেকে ২০ মে পর্যন্ত কিংসের কোনো ম্যাচ রাখা হয়নি। এসময় মালদ্বীপে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে কিংস।
অধিকাংশ ক্লাব সপ্তাহখানেক ধরে অনুশীলন করলেও ব্রাদার্স ইউনিয়ন অনুশীলন শুরু করেনি। ব্রাদার্স এক সপ্তাহের সময় চেয়েছিল লিগ কমিটির কাছে। কমিটি গণমাধ্যমকে সময় দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতিও দেয়।তারপরও প্রথম দিনই ব্রাদার্সের ম্যাচ রাখা হয়েছে শেখ রাসেলের বিপক্ষে।
ফলে ব্রাদার্সের ম্যাচ খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই ম্যাচ না খেললে অবনমন হতে পারে গোপীবাগের দলটির। আর রমজানের মধ্যেও রাত নয়টায় ম্যাচ রাখা হয়েছে।একটি বিকেলে, দ্বিতীয়টি সন্ধ্যায় ও তিন নম্বর ম্যাচটি রাত নয়টায় রাখা হয়েছে।
আগামীকালের শুক্রবারের তিন ম্যাচ উত্তর বারিধারা-বসুন্ধরা কিংস (বিকেল চারটা) ঢাকা আবাহনী-বাংলাদেশ পুলিশ (সন্ধ্যা সাতটা) ব্রাদার্স ইউনিয়ন-শেখ রাসেল (রাত ৯ টা)