কাতার ফুটবল সংস্থার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চুক্তিতে প্রাধান্য পাচ্ছে উঠতি ফুটবলারদের প্রশিক্ষণ। চুক্তি হলে মধ্যপ্রাচ্যের দেশটির উন্নত অবকাঠামোর সুবিধা নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের উঠতি ফুটবলাররা।
গত বছরের ডিসেম্বর থেকে এই ইস্যুতে কাজ করে যাচ্ছে বাফুফে কর্তারা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে যাওয়ার সময় চুক্তি হওয়ার কথা থাকলেও কাজী সালাউদ্দিনের অনুপস্থিতিতে সেটা সম্ভব হয়নি। লকডাউন শেষ হলে আগামী জুনে কাতার ফুটবল সংস্থার সঙ্গে এমওইউ সই করবে ফেডারেশন।
এ বিষয়ে ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘কাতারের সঙ্গে একটা এমওইউ হওয়ার সম্ভাবনা আছে। যেটা কাতারের মাটিতে দেশের ফুটবলারদের ট্রেনিং ক্যাম্প করানোর জন্য। ভাবছি পাঁচ বছর মেয়াদে যদি চুক্তি করা যায়। অন্তত বছরের দুই মাস ওখানে ক্যাম্প করার জন্য।’
সাফ ও এএফসির বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টকে সামনে রেখে খেলোয়াড় বাছাই করা হয়েছে। তারা থাকবেন বাফুফে অ্যাকামেডিতে। এখান থেকেই প্রতিবছর অন্তত ৩০ ফুটবলারকে কাতারে কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করা হবে চুক্তির মধ্য দিয়ে।
চুক্তি হয়ে গেলে প্রতিবছর দুই মাসের জন্য উঠতি ফুটবলাররা কাতার যাবে। এটা সম্ভব হলে পাইপলাইন আরও শক্ত হবে বলে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এই চুক্তির আওতায় থাকতে পারে জাতীয় দলের ফুটবলারদের কন্ডিশনিং ক্যাম্পের সুযোগ। মানিক বলেন, ‘জাতীয় দলকেও অন্তর্ভুক্তের চেষ্টা থাকবে। আগামী জুনে করোনা পরিস্থিতির উন্নতি হলে আমরা কাতারে যাব।’