বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনে বিপিএল চলবে

  •    
  • ২৭ এপ্রিল, ২০২১ ২২:৩৮

৫ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা লিগের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানালেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় লকডাউনের সময় এক সপ্তাহ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হয়েছে। এরই মধ্যে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। ৩০ এপ্রিল থেকে শুরু হবে লিগ। বুধবার লিগের চূড়ান্ত সূচি দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

৫ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা লিগের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানালেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

‘সারা বিশ্বেই করোনা পরিস্থিতি নাজুক। এর মধ্যেও বিভিন্ন বিশ্বে খেলাধুলা চলছে। আমরাও খেলা চালানোর পক্ষে।’

লিগ আয়োজনে স্বাস্থ্যবিধির বিষয় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার অঙ্গিকার মুর্শেদীর। বলেন, ‘আমরা সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই খেলা পরিচালনা করব। খেলার সাথে সংশ্লিষ্ট সকলে নেগেটিভ রিপোর্ট নিয়ে খেলবে ও খেলা পরিচালনা করবে।’

তবে ভেন্যু নিয়ে জটিলতা রয়েছে। দ্বিতীয় পর্বের জন্য ঢাকার বাইরে কুমিল্লা, মুন্সিগঞ্জ ও টঙ্গীকে ভেন্যু রাখা হয়েছে। লকডাউনে পরিবহন চলাচল বন্ধ থাকলে কীভাবে লিগ পরিচালনা করা হবে জানতে চাইলে বাফুফের সিনিয়র সহ-সভাপতি বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে ফিক্সচার দেয়া হবে।’

ছেলেদের প্রিমিয়ার লিগ চললেও আপাতত স্থগিত করা হয়েছে নারী লিগ। ৫ মে থেকে নারী লিগ শুরুর কথা ছিল।করোনা পরিস্থিতি ও প্রজ্ঞাপন বিবেচনায় লিগ নিয়ে দুয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে।

এ বিভাগের আরো খবর