ফুটবল বিশ্বের প্রায় সবগুলো পুরস্কার তার নামের পাশে রয়েছে। রয়েছে অসংখ্য রেকর্ড ও বিশ্বরেকর্ড। সর্বকালের সেরা ফুটবলারদের ছোট তালিকাতেও তার নাম চলে আসে অনায়াসে। এত অর্জন ও ট্রফি জয়ের পরও লিওনেল মেসির ক্যারিয়ারে একটাই দীর্ঘশ্বাস, বিশ্বকাপ ট্রফি।ফুটবলের এই মহানায়ক এখনও ছুঁয়ে দেখতে পারেননি খেলাটির সবচেয়ে বড় শিরোপা। কাছাকাছি গিয়েছেন ২০১৪ সালে। তবে জার্মানির বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ে মারিও গোটশের গোলে স্বপ্নভঙ্গ হয় মেসির।অন্যদলের হয়ে খেললে কি বিশ্বকাপ জিততে পারতেন মেসি? এই প্রশ্নের উত্তর জানা যাবে না কখনই। কারণ আন্তর্জাতিক ফুটবলে পা রাখার আগে স্পেনের হয়ে খেলার অফার ফিরিয়ে দেন ক্ষুদে জাদুকর। বেছে নেন আর্জেন্টিনার জার্সি।তবে উরুগুয়ের হয়ে খেললে মেসি জিততে পারতেন দুটি বিশ্বকাপ এমন দাবি দলটির সাবেক অধিনায়ক দিয়েগো লুগানোর। উরুগুয়ের হয়ে ২০১০ বিশ্বকাপে সেমিফাইনাল ও পরের আসরে শেষ ষোলোতে পৌঁছায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।১৯৩০ ও ১৯৫০ সালে বিশ্বকাপ জেতে উরুগুয়ে। নিজ দেশের হয়ে ৯৫টি ম্যাচ খেলা লুগানো নিশ্চিত মেসি তাদের দলে খেললে তারাই বিশ্বকাপ জিততেন। গোলডটকমকে এক সাক্ষাৎকারে এমনটাই বলেন এই ডিফেন্ডার।‘মেসি ২০১০ সালে উরুগুয়ের হয়ে বিশ্বকাপ খেললে আমরা সেটা জিততাম।‘শুধু তাই নয় চার বছর পর ব্রাজিলের আসরেও সেলেস্তেদের হয়ে খেললে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতেন মেসি, এ নিয়ে সন্দেহ নেই লুগানোর।‘ব্রাজিলের আসরেও যদি মেসি আমাদের দলে থাকতো ও লুইস সুয়ারেস যদি বহিষ্কৃত না হতো তাহলে ওই টুর্নামেন্টও আমরাই জিততাম।’মেসির আর্জেন্টিনাকে শেষ আটে পেনাল্টি শুট আউটে হারিয়ে মেসির দেশ থেকেই ২০১১ সালে উরুগুয়ে জিতে নেয় কোপা আমেরিকা শিরোপা। বিশ্বকাপের পাশাপাশি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই শিরোপাও জেতা হয়নি মেসির।২০১৪ বিশ্বকাপ ফাইনালে হারের পর, ২০১৮ বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে দলকে চূড়ান্ত পর্বে নিয়ে যান মেসি। কিন্তু দলীয় ব্যর্থতায় শেষ ষোলো থেকেই বাদ পড়তে হয় তাদের ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে।২০২২ কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে মেসির শেষ বিশ্বকাপ। তার আগে এই বছর আরেকটি কোপা আমেরিকা খেলার সুযোগ পাচ্ছেন তিনি। যেখানে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ১৭ জুন।
‘মেসিকে নিয়ে উরুগুয়ে দুইবার বিশ্বকাপ জিততো’
উরুগুয়ের হয়ে খেললে মেসি জিততে পারতেন দুটি বিশ্বকাপ এমন দাবি দলটির সাবেক অধিনায়ক দিয়েগো লুগানোর। উরুগুয়ের হয়ে ২০১০ বিশ্বকাপে সেমিফাইনাল ও পরের আসরে শেষ ষোলোতে পৌঁছায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>