এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের প্রথম ম্যাচ ঢাকায় আয়োজনের আগ্রহ প্রকাশ করে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে চিঠি পাঠায় ঢাকা আবাহনী। ২ মে মালদ্বীপের ঈগলস এফসির সঙ্গে খেলার কথা ছিল আবাহনীর। তবে দেশের লকডাউনের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় আবারও বিপাকে পড়তে হচ্ছে ক্লাব ম্যানেজমেন্টকে।
২৮ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউন বৃদ্ধির বিষয়টি উল্লেখ থাকলেও আন্তর্জাতিক ফ্লাইট নিয়ে নতুন কোনো নির্দেশনা নিয়ে এখনও প্রজ্ঞাপন আসেনি। নির্দেশনা ও পরিস্থিতির অগ্রগতি নিয়ে এএফসিকে জানাবে ক্লাব।
প্রজ্ঞাপনের অপেক্ষায় আছে আবাহনী উল্লেখ করে ক্লাবের ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, ‘আজ সরকার লকডাউন বর্ধিতের সিদ্ধান্ত জানিয়েছে। আগামীকাল প্রজ্ঞাপনে কি আসে দেখি। প্রজ্ঞাপনে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে কি নির্দেশনা থাকে দেখি। এরপর এএফসি’র সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
আগামী মাসের ১৪ তারিখ থেকে মালেতে এএফসি কাপের দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজন করা হবে। এর আগে বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে আবাহনী। প্রথম ম্যাচে ঈগলসকে হারাতে পারলে দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে নামবে আকাশী-হলুদরা।
ঢাকায় ম্যাচ আয়োজন করতে না পারলে মালদ্বীপে ৮-১২ মে’র মধ্যে দুটি বাছাই ম্যাচ খেলার বিকল্প ভাবনা আছে আবাহনীর।
রুপু বলেন, ‘৮-১২ মে’র মধ্যে মালদ্বীপে দুইটি বাছাইয়ের ম্যাচ হলে সেটি সবচেয়ে ভালো হবে যদি ঢাকায় ম্যাচটা আয়োজন করা না যায়।’
এখন সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায় আছে আবাহনী।