লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালকে তাদের মাঠে ২-১ গোলে হারায় কাতালান জায়ান্টরা। জোড়া গোল করেন আঁতোয়া গ্রিজমান। ম্যাচের তিনটি গোলই আসে প্রথমার্ধে।ভিয়ারিয়ালের মাঠে নামার আগে বার্সেলোনা পায় সুসংবাদ। শনিবার রাতে বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদ। যার অর্থ ভিয়ারিয়ালের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারলে চিরপ্রতিদ্বন্দ্বিদের সঙ্গে পয়েন্টের সমতা আনতে পারবে বার্সা। তাও আবার এক ম্যাচ কম খেলে।সেই লক্ষ্যে ভিয়ারিয়ালের মাঠ এসতাদিও সেরামিকাতে দারুণ শুরু করে বার্সেলোনা। নিজেদের মধ্যে পাস আদান প্রদান করে বারবার ভিয়ারিয়ালের গোলে আঘাত হানে।১৬ মিনিটে গোল পেয়েই যাচ্ছিলেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। হোর্দি আলবার পাস থেকে তার নেয়া শট একেবারে কাছ থেকে ফিরিয়ে দেন ভিয়ারিয়াল গোলকিপার সের্হিও আসেনহো।পরের মিনিটে দূরহ কোণ থেকে নেয়া লিওনেল মেসির শট ঠেকিয়ে আরও একবার দলকে নিরাপদে রাখেন ভিয়ারিয়ালের শট স্টপার।বার্সেলোনার আক্রমণের ফাঁকে ভিয়ারিয়ালও বার কয়েক নিজেদের গুছিয়ে কাউন্টার অ্যাটাক করে। ২৬ তম মিনিটে তেমনই এক সুযোগ থেকে বার্সাকে চমকে দিয়ে গোল পেয়ে যায় স্বাগতিক দল।পাউ তোরেসের পাস থেকে বল পেয়ে বার্সেলোনার হাই লাইন ডিফেন্সকে ফাঁকি দিয়ে বক্সে ঢুঁকে যান স্যামুয়েল চুকুওয়েজে। বক্সে মার্ক আন্ড্রে-টের স্টেগেনকে একা পেয়ে বোকা বানাতে কোনো সমস্যই হয়নি এই নাইজিরিয়ান মিডফিল্ডারের।বার্সা ম্যাচে ফেরে পরের মিনিটেই। এবারের বিপদে পড়ে ভিয়ারিয়ালের হাই-লাইন ডিফেন্স। অস্কার মিনগেসার পাস থেকে বল রিসিভ করে ভিয়ারিয়ালের ডিফেন্সকে বোকা বানান গ্রিজমান।এরপর বক্সের ভেতর ওয়ান-অন-ওয়ান অবস্থা থেকে দারুণ এক চিপে গোলকিপারের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। বার্সা সমতা ফেরায় ম্যাচে।মিনিট ছয়েক পরই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। আবারও ভিয়ারিয়াল তাদের ডিফেন্সের ভুলের খেসারত দেয়। জটলার ভেতর থেকে স্বাগতিক ডিফেন্ডার হুয়ান ফয়েথ ভুল ব্যকপাস করেন।যেটি পেয়ে যান গ্রিজমান। কাছ থেকে ব্যবধান বাড়াতে কোনো ভুল করেননি এই ফরাসি ফরোয়ার্ড।বাকি মিনিট দশেক গোল করার মতো খেলতে পারেনি ভিয়ারিয়াল। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।বিরতির পর নিজেদের তালে খেলতে থাকে বার্সেলোনা। বলের অধিকাংশ পজেশন ছিল রোনাল্ড কুমানের শীষ্যদের পায়ে।সেই হতাশা থেকেই কি না, ৬৪ মিনিটে লিওনেল মেসিকে বাজে এক ফাউল করে বসেন মানু ত্রিগেরোস।বল দখলের চেষ্টায় সরাসরি লাথি মারেন মেসির পায়ে।ট্যাকল এতই বাজে ছিল যে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। কিছুটা সময় অস্বস্তিতে থাকার পর স্বাভাবিক হন মেসি।বাকি সময়টুকুতে আর স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি বার্সেলোনা। ১০ জন নিয়ে খেলা ভিয়ারিয়ালও বার্সার রক্ষণে ফাটল ধরাতে পারেনি। ফলে, ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।এই জয়ে ৩২ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৭১। তারা আছে তিনে। রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৭১। তারা আছে দুইয়ে। তবে তারা খেলেছে ৩৩ ম্যাচ।শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের ঝুলিতে আছে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট।
গ্রিজমানের জোড়া গোলে জয় বার্সেলোনার
ভিয়ারিয়ালকে তাদের মাঠে ২-১ গোলে হারায় কাতালান জায়ান্টরা। জোড়া গোল করেন আঁতোয়া গ্রিজমান। ম্যাচের তিনটি গোলই আসে প্রথমার্ধে।
-
ট্যাগ:
- বার্সেলোনা
এ বিভাগের আরো খবর/p>