বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামালকে ফেরাতে সরকারের দ্বারস্থ সাইফ

  •    
  • ২৫ এপ্রিল, ২০২১ ২০:১৩

ডেনিশ পাসপোর্টের কারণে কোপেনহেগেন বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠায়। এছাড়াও, তিনি বাংলাদেশে প্রবেশের জন্য বিশেষ কোনও দলিল দেখাতে ব্যর্থ হন। যা লকডাউনের সময় বিদেশি নাগরিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর দ্বিতীয় পর্ব মাঠে গড়াচ্ছে শুক্রবার। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থায় জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাব।

ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, তাদের অধিনায়ক জামাল ভূঁইয়া শিগগিরই ঢাকায় ফিরছেন। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাকে দেশে ফেরানোর অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছে।

সাইফের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী রোববার সন্ধ্যায় নিউজবাংলাকে জানান তারা দ্রুত ঢাকায় ফেরানোর চেষ্টা করছেন।

‘জামাল সেখানে কিছু জটিলতার মুখোমুখি হয়েছে। আমার দল তাকে দ্রুত এবং সহজতম পথে আনতে কাজ করছে। শিগগিরই তার আগমনের প্রত্যাশা করছি।’

করোনায় আক্রান্ত থাকার কারণে নাসির এখনও কোয়ারেন্টিনে আছেন ও ধীরে ধীরে করোনা থেকে সেরে উঠছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন সম্পর্কে সাইফের মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুব জানান, ‘এরই মধ্যে তার জন্য বিশেষ অনুমতি চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাছে আবেদন করেছি। এখানে অন্য কোনও জটিলতা নেই। অনুমতি পেলেই জামাল ভূঁইয়া ফ্লাইট ধরবেন। ’

জাতীয় দলের অধিনায়ক জামাল গত মাসে নেপালে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ শেষে ডেনমার্কে গিয়েছিলেন। ৩০শে এপ্রিল লিগ শুরুর সিদ্ধান্তের পর শনিবার দুবাই হয়ে আমিরাতের বিমানবন্দরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তার।

কিন্তু কর্তৃপক্ষ ডেনিশ পাসপোর্টের কারণে কোপেনহেগেন বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠায়। এছাড়াও, তিনি বাংলাদেশে প্রবেশের জন্য বিশেষ কোনও দলিল দেখাতে ব্যর্থ হন। যা লকডাউনের সময় বিদেশি নাগরিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে।

ক্লাব জানায়, জামাল তার বাংলাদেশি পাসপোর্ট ঢাকায় রেখে গেছেন। এমনকি তিনি এখানে আসার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে আবেদন করেননি। সরকার অনুমতি না দিলে জামাল ২৮ এপ্রিল লকডাউন শেষ হওয়ার আগে দেশে ফিরতে পারছেন না।

এ বিভাগের আরো খবর