স্প্যানিশ লা লিগার শিরোপা স্বপ্নভঙ্গ হয়নি রিয়াল মাদ্রিদের। এমনটা দাবি ক্লাব কোচ জিনেদিন জিদানের। ফ্রেঞ্চ ট্যাকটিশিয়ান হাল ছাড়তে রাজি নন। তার মতে এখনও সময় ও সুযোগ আছে লিগ শিরোপা জেতার।লা লিগায় শনিবার রাতে রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদ।নিজ মাঠে এমন নিষ্প্রাণ ড্রয়ের পর শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা।আতলেতিকোর পয়েন্ট ৩২ ম্যাচে ৭৩। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের ঝুলিতে আছে ৭১ পয়েন্ট। আর তিনে থাকা বার্সেলোনার সংগ্রহে আছে ৬৮ পয়েন্ট। তবে তারা ম্যাচ খেলেছে ৩১টি।
অর্থাৎ রোববার রাতে ভিয়ারিয়ালের মাঠে যদি লিওনেল মেসির দল জিতে যায় তাহলে তারা রিয়ালকে শুধু ছুঁয়েই ফেলবে না। তাদের ম্যাচও বাকি থাকবে একটি।বার্সেলোনা নিজেদের বাকি সাত ম্যাচ জিতে গেলে তারাই হবে চ্যাম্পিয়ন।এমন পরিস্থিতিতেও মনোবল হারাচ্ছেন না জিদান। বেতিসের বিপক্ষে ম্যাচ নিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এখনও সুযোগ আছে তার দলের সামনে।‘আমার মনে হয় না আমাদের শিরোপার আশা শেষ। এটা ঠিক যে আমরা দুই পয়েন্ট হারিয়েছি। তারপরও আমার মনে হয়না। আমরা চেষ্টা করেছি। কিছু সুযোগ হাতছাড়া করেছি। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি মনে করি না শিরোপা লড়াই শেষ।’বেতিসের বিপক্ষে একটাই ভালো খবর পেয়েছেন জিদান। চোট কাটিয়ে প্রায় তিনমাস পর মাঠে ফিরেছেন ইডেন অ্যাজার। ৭৭ মিনিটে বদলি হিসেবে নেমে কিছুটা সময় গা গরম করেছেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।চেলসি থেকে আসা এই হান্ড্রেড মিলিয়ন ইউরো তারকাকে নিয়ে জিদান সন্তুষ্ট।‘সে কয়েক মিনিট খেলেছে। তিন মাস মাঠের বাইরে ছিল তারপরও তাকে ঠিকঠাকই মনে হলো। সে অবশ্যই অবদান রাখতে পারবে। যতক্ষণ খেলেছেন তার মধ্যে সেই তীব্রতাটা ছিল। সবচেয়ে বড় বিষয় মাথা থেকে অন্য সবকিছু সে ঝেড়ে ফেলেছে। যখন তাকে দরকার হবে সে দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত থাকবে।’বেতিসের বিপক্ষে হতাশা কাটানোর খুব বেশি সময় নেই জিদানের হাতে। মঙ্গলবার রাতেই রিয়াল মাদ্রিদ নিজ মাঠে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে চেলসির।পরের সপ্তাহে স্ট্যামফোর্ড ব্রিজে হবে দ্বিতীয় লেগ। আর সামনের রোববার লা লিগার তাদের প্রতিপক্ষ ওসাসুনা।