জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও প্রিমিয়ার লিগের দল ব্রাদার্স ইউনিয়নের পুনর্জন্মের নায়ক সাবেক ফুটবলার ও প্রশিক্ষক শহীদ উদ্দিন সেলিম মুখের ক্যান্সারে আক্রান্ত।
রাজধানীর আজগর আলী হাসপাতালে শনিবার দুপুর আড়াইটা থেকে এই ফুটবলারের অস্ত্রোপচার চলছে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন তার সতীর্থ ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু।
বলেন, ‘দুপুর আড়াইটা থেকে এখনও অস্ত্রোপচার চলছে। কর্তব্যরত চিকিৎসক জানাচ্ছেন সেলিম সাড়া দিচ্ছেন ইতিবাচকভাবে। সফলভাবে অস্ত্রোপচার হচ্ছে।’
কুয়েতে অনুষ্ঠিত ১৯৮০ সালে এশিয়া কাপের মূল পর্বে খেলা বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সেলিম। এর বাইরে বড় পরিচয় ব্রাদার্স ইউনিয়নের পুনর্জন্মের অন্যতম নায়ক ছিলেন এই ফুটবলার।
ক্যান্সারে আক্রান্তের বিষয়টি নজরে এসেছে কীভাবে জানান বাবলু। বলেন, ‘গত এক সপ্তাহ থেকে অসুস্থবোধ করছিল সেলিম। দাঁতের মাড়িতে সমস্যাবোধ করছিল। পরে টেস্ট করা হয়। তার নিজের ছেলে চিকিৎসক। ক্যানাডায় থাকে। সে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর অন্য চিকিৎসকদের নিয়ে জানতে পারে ক্যান্সারের বিষয়টি।’
এই অবস্থায় শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং শনিবার দুপুর আড়াইটা থেকে অস্ত্রোপচার শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ত্রোপচার চলছে।
লিগে ব্রাদার্সকে একসময় দেশের পরাশক্তি হিসেবে তৈরি করতে সেলিমের অবদান ছিল অনস্বীকার্য। স্মৃতি আওরাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সাবেক ফুটবলার বাবলু।
ব্রাদার্স ইউনিয়নের তিন ফুটবলার- মহসিন, সেলিম ও বাবলু
বলেন, ‘চুয়াত্তরে দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন। পরের বছর লিগের প্রথম ম্যাচেই চ্যাম্পিয়ন আবাহনীকে ১-০ গোলে হারিয়ে দেওয়া। আটাত্তরে লিগ রানার্সআপ, একাশি সালে দেশের একমাত্র দল হিসেবে আগা খান গোল্ডকাপ জয়ের অনন্য গৌরব। এই সবকিছুর পিছনে ছিল সেলিম। তার জন্য সবাই দোয়া করবেন।’