বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ পর্যায়েও লা লিগায় জমজমাট লড়াই

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ এপ্রিল, ২০২১ ১২:৫৪

ছয় রাউন্ডের খেলা বাকী স্পেনে। অথচ শীর্ষ তিন দলের মধ্যে পার্থক্য মাত্র পাঁচ পয়েন্টের। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট। তাদের নগর প্রতিদ্বন্দ্বি ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ দুইয়ে আছে সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে। আর তিনে থাকা বার্সেলোনার পকেটে ৬৮ পয়েন্ট তবে তারা খেলেছে এক ম্যাচ কম।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুমে শেষে মোটামুটি নিশ্চিত শিরোপা তুলছে কোন দলগুলো। বড় কোনো আপসেট না ঘটলে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, জার্মান বুনডেসলগায় বায়ার্ন মিউনিখ আর ইতালিয়ান সের আয় ইন্টারনাৎসিওনাল বিজয়ীর হাসি হাসতে যাচ্ছে। তবে এতটা নিশ্চিত হওয়া যাচ্ছে না স্প্যানিশ লা লিগার বেলায়।

মাত্র ছয় রাউন্ডের খেলা বাকী স্পেনে। অথচ শীর্ষ তিন দলের মধ্যে পার্থক্য মাত্র পাঁচ পয়েন্টের। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট। তাদের নগর প্রতিদ্বন্দ্বি ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ দুইয়ে আছে সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে। আর তিনে থাকা বার্সেলোনার পকেটে ৬৮ পয়েন্ট তবে তারা খেলেছে এক ম্যাচ কম।

রাতে হেতাফেকে ৫-২ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা।লিওনেল মেসির জোড়া গোলের সঙ্গে রোনাল্ডো আরাউহো ও আঁতোয়া গ্রিজমানের স্ট্রাইক বড় জয় নিশ্চিত করে দলের। আরেকটি গোল ছিল আত্মঘাতী।

একই রাতে আতলেতিকো ২-০ গোলে হারায় উয়েস্কাকে। আর রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাদিসকে।ছয় রাউন্ডের খেলার মধ্যে আতলেতিকো মাদ্রিদ খেলবে চারটি অ্যাওয়ে ম্যাচ।বিলবাও,এলচে,বার্সেলোনা ও ভায়াদোলিদের বিপক্ষে খেলবে দিয়েগো সিমিওনির দল।রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনার বিপক্ষে তারা খেলবে নিজেদের মাঠে।

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদেরও বাকী ছয়টি ম্যাচ।তাদের চারটি হোম ম্যাচ রিয়াল বেতিস,ওসাসুনা,সেভিয়া ও ভিয়ারিয়ালের বিপক্ষে।আর অ্যাওয়ে ম্যাচে গ্রানাদা ও বিলবাওয়ের বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন।

আর বার্সেলোনার বাকী ম্যাচ সাত ম্যাচ। তাদের অ্যাওয়ে ম্যাচ চারটি আর হোম ম্যাচ তিনটি। কাম্প নুয়ে আতলেতিকোর বিপক্ষে ম্যাচ ছাড়াও গ্রানাদা ও সেলতা ভিগোর বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল।

আর তাদের অ্যাওয়ে ম্যাচে তারা মাঠে নামবে ভিয়ারিয়াল, ভালেনসিয়া, লেভান্তে ও এইবারের বিপক্ষে।

এ বিভাগের আরো খবর