বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুপার লিগ অধ্যায় শেষ, বললেন গার্দিওলা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ এপ্রিল, ২০২১ ১৪:১০

সুপার লিগ থেকে মনোযোগ সরিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দৃষ্টি এখন গার্দিওলার। এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে তার দল। ভিলাকে ২-১ গোলে হারানোর পর ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সিটি।

শুরুর মাত্র তিনদিনের মধ্যে মুখ থুবড়ে পড়লো সুপার লিগ।১২ ক্লাব একজোট হয়ে বিদ্রোহী লিগের যে স্বপ্ন দেখেছিল রোববার তা বুধবারের মধ্যেই ভেঙে চুরমার। একে একে ক্লাবগুল সরে দাঁড়ানোয় এখন শুধুমাত্র টিকে আছে রিয়াল মাদ্রিদ,বার্সেলোনা ও ইউভেন্তাস।এর মধ্যে বুধবার ইউভেন্তাস সভাপতি আন্দ্রেয়া আগনেলি জানান তিনি আর এই টুর্নামেন্টের ভবিষ্যত দেখছেন না। আর বার্সেলোনা সদস্যদের ভোট ছাড়া সুপার লিগে অংশগ্রহণই করতে পারবে না। সুপার লিগ কর্তৃপক্ষও মেনে নিয়েছে আপাতত তাদের পরিকল্পনা অনুযায়ী আসর আয়োজন করা সম্ভব নয়।সরে আসা ক্লাবগুলো এরই মধ্যে সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করে সুপার লিগে নাম লেখানোর জন্য ক্ষমা চেয়েছে। তবে,ম্যানচেস্টার সিটি এখনও ক্ষমা চায়নি তার সমর্থক, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের কাছে। তবে, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না সিটির ম্যানেজার পেপ গার্দিওলা।সুপার লিগ নিয়ে ভাবনা চিন্তা করে আর সময় নষ্ট করতে চাননা বিশ্বসেরা এই কোচ। বুধবার রাতে অ্যাস্টন ভিলাকে হারানোর পর তিনি বলেন,‘আমি তাদেরকে (মালিকপক্ষ) খুব ভালো ভাবে চিনি। তাদের ক্ষমা চাওয়ার দরকার নেই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জানি আমাদের সভাপতি ও প্রধান নির্বাহী কেমন। এই অধ্যায় শেষ। পুরোপুরি সমাপ্ত।’সুপার লিগ থেকে মনোযোগ সরিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দৃষ্টি এখন গার্দিওলার। এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে তার দল। ভিলাকে ২-১ গোলে হারানোর পর ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সিটি।দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে তারা। ইউনাইটেড এক ম্যাচ কম খেলেছে। তারপরও নিশ্চিত হতে পারছেন না গার্দিওলা। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মৌসুম পার করছেন উল্লেখ করে তিনি স্কাই স্পোর্টসকে বলেন, ‘ভিলার কাছে হারলে বিপদ হতে পারত। ম্যানচেস্টার ইউনাইটেড সেরা ছন্দে আছে। তবে, জয়টা আমাদের প্রাপ্য ছিল। মৌসুমের শেষ পাঁচ ম্যাচে এখন জানি আমাদের কী করতে হবে। ঠিক আজকের মতো খেলতে হবে। আর তিনটা ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন।’

এ বিভাগের আরো খবর