বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গোধূলিতে ভাতিজাকে নিয়ে জামালের ফুটবল

  •    
  • ২০ এপ্রিল, ২০২১ ২১:২৯

মঙ্গলবার ঠিক ইফতারের আগে আগে গোধূলীর সময়টাতে নিজের বাসার পেছনে ছোট্ট ফুটবল মাঠে ভাতিজার সঙ্গে নেমে পড়েছেন। বল নিয়ে তার সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন। কখনও ভাতিজার দু পায়ের ভেতর দিয়ে বল নাটমেগ করার চেষ্টা করছেন।

ইফতারের আগ মুহূর্তে বাসার পেছনে ছোট্ট ‍মাঠে ভাতিজার সঙ্গে ফুটবল খুনসুটিতে মেতে উঠেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ঠিক সূর্য ডুববে ডুববে এমন প্রাকৃতি সৌন্দর্যের সামনে ফুটবলে মজেছেন জেবিসিক্স।

স্বজনদের টানে ডেনমার্কে গিয়ে সময়টা ভালোই কাটছে জাতীয় দলের অধিনায়কের। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সমর্থকদের সঙ্গে খুশির মুহূর্তগুলো ভাগাভাগি করে নিচ্ছেন এই ফুটবলার।

এই যেমন মঙ্গলবার ঠিক ইফতারের আগে আগে গোধূলীর সময়টাতে নিজের বাসার পেছনে ছোট্ট ফুটবল মাঠে ভাতিজার সঙ্গে নেমে পড়েছেন। বল নিয়ে তার সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন। কখনও ভাতিজার দু পায়ের ভেতর দিয়ে বল নাটমেগ করার চেষ্টা করছেন।

ফেসবুকে মঙ্গলবার সন্ধ্যায় সেই মুহূর্তের একটি ভিডিও আপলোড করেছেন জামাল। ক্যাপশনে লেখেন, ‘ইফতারির আগে ১০ বছর বয়সী ভাতিজার সঙ্গে বাসার পেছনের মাঠে ফুটবল খেলছি।’

ভিডিওতে দেখা যায়, চাচা যেমন, ভাতিজাও তেমন। বল পায়ে নিয়ে কারিকুরি করছেন ১০ বছর বয়সী ছেলেটি। জামালকে নাকানিচুবানিও খাওয়াচ্ছেন! ভাতিজার পা থেকে বল কেড়ে নিতে বেশ বেগ পেতে হয়েছে তাকেও। পরিবারে আরও একজন যে ফুটবলার হতে চলেছে সেটা জামালের ভাতিজার ফ্রিস্টাইল দেখে আঁচ করা যাচ্ছে।

ফুটবলের পাশাপাশি নিজের বাগানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য হাতে কাঁচি তুলে নিতে দেখা গেছে জামালকে। মালির ভূঁমিকায় বাগানে নামার সেই মুহূর্তের ছবি ইন্সটাগ্রামে দিয়েছিলেন জেবিসিক্স।

সবকিছু মিলিয়ে লকডাউনের সময়টা ভালোই কাটছে জামালের।

গেল বছরের নভেম্বরে নেপালের সঙ্গে সিরিজ শেষে ডিসেম্বরে বিশ্বকাপ বাছাই, পরে আই লিগ খেলতে কলকাতার মোহামেডানের হয়ে ভারতে মাস দুয়েক খেলার পর আবারও ত্রিদেশীয় সিরিজে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে নেপালে গমন। যেন দম নেয়ার ফুরসত ছিল না জামাল ভূঁইয়ার।

নেপাল থেকে ঢাকায় ফিরে তিন দিনের মাথায় গত ৫ এপ্রিল ডেনমার্কে ফিরে যান জামাল।

এ বিভাগের আরো খবর