দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় লকডাউনের মেয়াদ বাড়ানোর প্রস্তাবনা এসেছে। আগামীকালের মধ্যে আসতে পারে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। ২৮ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া বিমান চলাচলও বন্ধ থাকছে। এই অবস্থায় দেশের ঘরোয়া ফুটবল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা বাড়ছে।
লকডাউনের কারণে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে সাময়িক স্থগিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব, চ্যাম্পিয়নসশিপ লিগ, প্রথম বিভাগ ও নারী লিগ।
২১ এপ্রিলের সাতদিন পর থেকে এসব ঘরোয়া টুর্নামেন্ট মাঠে গড়ানোর পরিকল্পনা করছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লকডাউনের মেয়াদ বাড়ায় এই টুর্নামেন্টগুলো মাঠে গড়ানো নিয়ে আবারও ভাবতে হচ্ছে ফেডারেশনকে।
এরমধ্যে প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর মাঠে গড়ানো নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। দ্রুত লিগ মাঠে নামানোর ব্যাপারে মত দিয়েছে লিগের ক্লাবগুলো। লকডাউনের মেয়াদ বাড়ায় চিন্তার ভাজ পড়ছে কর্মকর্তাদের কপালে।
এ ব্যাপারে পেশাদার লিগ কমিটির চেয়ারপারসন আব্দুস সালাম মুর্শেদী নিউজবাংলাকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত আছি। ২১ এপ্রিল আমাদের জরুরি সভা আছে। অবশ্যই বিষয়টি বিবেচনায় থাকবে।’
লকডাউনের মেয়াদ বাড়ায় এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে বাধার সম্মুখীন হতে হচ্ছে ঢাকা আবাহনীকে। ২৬ এপ্রিল ভারতে ম্যাচ খেলার কথা দলটির। ২৮ এপ্রিল পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকায় ভারতে যাওয়া নিয়েও শঙ্কা আছে।
আবাহনীর ক্লাব সূত্রে জানা যায়, মে মাসে এএফসি কাপের গ্রুপ পর্ব ম্যাচ খেলতে মালদ্বীপে যাবে বসুন্ধরা কিংস। গ্রুপ পর্বের আগে প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলা যায় কী না তা নিয়ে ভাবছে ক্লাব ম্যানেজমেন্ট। বিষয়টি এএফসিকে অবহিত করা হবে বলে জানিয়েছে আবাহনী।