রোববার হেতাফের মুখোমুখি হওয়ার আগে বেশ কয়েকটি দুঃসংবাদ পায় রিয়াল মাদ্রিদ।
একে তো শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ ৫-০ গোলে হারিয়েছে এইবারকে, অন্যদিকে চোটের কারণে ছিটকে গেছেন ফারলন্ড মেন্ডি, করোনাভাইরাস আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় খেলতে পারছেন না মিডফিল্ডার ফেডে ভালভার্দে।
এর আগেই নিষেধাজ্ঞার কারণে ছিলেন না কাসেমিরো ও নাচো ফার্নান্দেস। সঙ্গে কোচ জিনেদিন জিদান একাদশে রাখেননি টনি ক্রুস ও করিম বেনজেমাকে। সব মিলিয়ে দুর্বল এক দল নিয়েই হেতাফের মাঠে নামে রিয়াল।
তাতে জয়ও আসেনি। হেতাফের মাঠে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
এই ড্রয়ের পর ৩১ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে তারা পিছিয়ে ৩ পয়েন্টে।
দুর্বল রিয়াল একাদশের বিপক্ষে শুরু থেকেই চড়াও ছিল হেতাফে। প্রথমার্ধে বেশ কয়েকটি স্পষ্ট গোলের সুযোগ তৈরি করলেও সেগুলোকে গোলে রূপ দিতে পারেনি তারা।
অন্যদিকে রিয়ালের হয়ে মারিয়ানো দিয়াস বল জালে জড়ালেও অফসাইডে বাতিল হয় তা।
দ্বিতীয়ার্ধে হেতাফে গোল করতে পারেনি রিয়াল গোলকিপার থিবো কোতোয়ার দৃঢ়তায়। দারুণ দুই সেভে রিয়ালকে ম্যাচে রাখেন এ বেলজিয়ান।
শেষ দশ মিনিটে চেষ্টা চালালেও তাতে সফল হয়নি রিয়াল। তাদের মাঠ ছাড়তে হয় এক পয়েন্ট নিয়েই।
এই ম্যাচ ড্র করায় কেবল আতলেতিকোর চেয়ে পিছিয়েই গেলো না রিয়াল, কার্যত ব্যবধান কমল বার্সেলোনার সঙ্গেও। বার্সেলোনা আছে ৬৫ পয়েন্টে, কিন্তু তারা ম্যাচ খেলেছে একটি কম। সেটি জিতলে গত মৌসুমের চ্যাম্পিয়নদের টপকে যাবে তারা।