বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মেসি কোথাও যাচ্ছে না’

  •    
  • ১৮ এপ্রিল, ২০২১ ১৬:৫২

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেননি ক্লাব অধিনায়ক। সমর্থকদের দুশ্চিন্তাটা তাই অস্বাভাবিক কিছু নয়। তবে, তাদেরকে আশ্বস্ত করেছেন বার্সেলোনার নতুন নির্বাচিত সভাপতি হোয়ান লাপোর্তা। নির্বাচিত হওয়ার পর থেকেই তার লক্ষ্য মেসিকে ক্লাবে ধরে রাখা।

আথলেতিক বিলবাওকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোপা দেল রে শিরোপা জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে এফসি বার্সেলোনা ও কাম্প নু। দুই বছর পর কোনো বড় শিরোপা, আনন্দের এমন আতিশয্য স্বাভাবিক। কিন্তু এরই মাঝে বার্সা ভক্তদের মনে শঙ্কার মেঘ। এটিই বার্সেলোনার জার্সি গায়ে লিওনেল মেসির শেষ কোপা দেল রে শিরোপা নয়তো?গত মৌসুমে বিপর্যয়ের পর মেসি ক্লাব ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন। এরপর বহু সাক্ষাৎকারে সেই ইচ্ছের কথা ফিরিয়ে নিলেও, গুঞ্জন থামেনি ছয়বারের ব্যলন ডর জয়ী ফুটবলারকে নিয়ে।এখনও বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেননি ক্লাব অধিনায়ক। সমর্থকদের দুশ্চিন্তাটা তাই অস্বাভাবিক কিছু নয়। তবে, তাদেরকে আশ্বস্ত করেছেন বার্সেলোনার নতুন নির্বাচিত সভাপতি হোয়ান লাপোর্তা। নির্বাচিত হওয়ার পর থেকেই তার লক্ষ্য মেসিকে ক্লাবে ধরে রাখা।শনিবার রাতে কোপা দেল রে জয়ের পর স্প্যানিশ টিভি চ্যানেল টেলেসিনকোকে দেয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা আবারও সবাইকে মনে করিয়ে দেন সেটি।‘লিও বিশ্বের সেরা খেলোয়াড়। সে ক্লাবের খুব ঘনিষ্ঠ। আমি নিশ্চিত যে সে থাকবে। আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব যেন তেমনটা ঘটে।’মেসির দল নিয়ে নাখোশ হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল বিশ্বমানের খেলোয়াড়ের অভাব ও উপযুক্ত ট্র্যান্সফার পলিসি। লাপোর্তা জানালেন দলে এখন দারুণ কিছু খেলোয়াড় আছেন যারা মেসিকে উজ্জ্বীবিত করতে সক্ষম।‘আমরা দেখলাম (ফাইনালে) দারুণ একটা দল রয়েছে তার সঙ্গে। তারা চমৎকার ফুটবল উপহার দিয়েছে।’কোপা দেল রের শিরোপা ছিল বার্সেলোনার জার্সিতে মেসির ৩৫তম শিরোপা। লাপোর্তা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর এটি প্রথম শিরোপা কাতালান ক্লাবটির। সভাপতি ক্লাবের এই নবযাত্রায় মুগ্ধ।

‘আমরা শিরোপা জয়ের ধারায় ফিরতে মুখিয়ে ছিলাম এবং সেটি করতে পেরেছি। খেলোয়াড়দের এটা দরকার ছিল। আমরা সবাই খেলোয়াড়, কোচিং স্টাফ ও ফ্যানদের জন্য আনন্দিত। আশা করি অনেকগুলো ভবিষ্যত কোপা দে রে শিরোপার মধ্যে এটাই প্রথম।’

মেসি কবে চুক্তি নবায়ন করবেন সেটি নিয়ে কিছু বলেননি লাপোর্তা। তবে কাতালান মিডিয়ার ধারণা মের প্রথম সপ্তাহে মেসির ভাগ্য চূড়ান্ত হতে পারে। বার্সেলোনা চাচ্ছে ক্লাবের অর্থনৈতিক দুর্যোগের সময় মেসি যেন তার বেতন কিছুটা কমান।

ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেইসের মতো ক্লাবগুলো খুঁজছে এই সুযোগটাই। মোটা অঙ্কের বেতন সাধছে তারা আর্জেন্টাইন সুপারস্টারকে। সিটিতে রয়েছেন মেসির পুরনো গুরু পেপ গার্দিওলা। মোটা বেতনের পাশাপাশি সেটাকেও টোপ হিসেবে ব্যবহার করছে তারা।

এ বিভাগের আরো খবর