জানুয়ারিতে এই আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-২ ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। সেটি ছিল সেভিয়ার মাঠে।
শনিবার তাই কোপা দেল রে ফাইনালের আগে বার্সেলোনার জন্য খানিকটা দুশ্চিন্তার জায়গা ছিল বটে। কিন্তু সেটিকে যেন পাত্তাই দিলেন না লিওনেল মেসি-ফ্র্যাঙ্কি ডি ইয়ংরা।
মেসির জোড়া গোল, সঙ্গে ডি ইয়ং ও আঁতোয়া গ্রিজমানের স্ট্রাইকে কোপা দেল রের ফাইনালে বিলবাওকে ৪-০ ব্যবধানে হারায় বার্সা। এটি তাদের ৩১তম কোপা দেল রে শিরোপা জয়।
অথচ, ম্যাচের প্রথমার্ধে এমন ধংসযজ্ঞের আভাসই পাওয়া যায়নি। অধিকাংশ সময় বার্সার পায়ে বল থাকলেও, স্পষ্ট সুযোগ প্রথম পেয়েছিল বিলবাও। ফ্রি কিক থেকে প্রায় গোল দিয়েই ফেলেছিলেন ইনিগো মার্তিনেস। বার্সা রক্ষা পায় তার শট সামান্য বাইরে দিয়ে চলে যাওয়ায়।
ম্যাচের প্রথম গোল আসে ৬০তম মিনিটে। মেসির পাস থেকে ডান পাশে বল পেয়ে যান ডি ইয়ং। স্কয়ার পাস বাড়ান গ্রিজমানের দিকে। সেখান থেকে ভুল করেননি ফরাসি এ তারকা, এগিয়ে নেন বার্সাকে।
মিনিট তিনেক পরেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। এবার পালা ডি ইয়ংয়ের। হোর্দি আলবার ক্রস থেকে হেড করে বার্সাকে ২-০ গোলে এগিয়ে নেন এ ডাচ মিডফিল্ডার।
পাঁচ মিনিট পরেই আসে তৃতীয় গোল। নিজেদের অর্ধে বল পেয়ে দৌড়ে দুই ডিফেন্ডারকে পরাস্ত করেন মেসি। ডি ইয়ংয়ের সঙ্গে ওয়ান টু করে আবারও পাস বাড়ান ডাচ মিডফিল্ডারকে। এরপর ডি ইয়ংয়ের থেকে বল পায়ে আরেক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়ান ক্লাব অধিনায়ক।
কার্যত সেখানেই শেষ ম্যাচ। কিন্তু বার্সেলোনা বিলবাওয়ের কফিনে পেরেক ঠোকে আরেকটি। ৭২ মিনিটে আলবার ক্রস থেকে দারুণ এক ফিনিশে ৪-০ করেন মেসি।
৮৭ মিনিটে ব্যবধান ৫-০ করেছিলেন গ্রিজমান, কিন্তু অফসাইডে কাটা পড়ে তা।
গত মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি বার্সেলোনা। এই কোপা দেল রে জয়ের মধ্য দিয়ে ৭২১ দিন পর শিরোপা জিতল কাতালানরা।