অস্ত্রোপচার করালেন লিগামেন্টের ইনজুরিতে প্রায় সাড়ে তিন মাস মাঠের বাইরে থাকা ঢাকা আবাহনীর অধিনায়ক নবীব নেওয়াজ জীবন। লিগামেন্টের সফল সার্জারি শেষে সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের এই স্ট্রাইকার।
ভারতের এক হাসপাতালে শনিবার এই অস্ত্রোপচার করান জীবন।
বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, ‘সে ভিসা নিয়ে ভারতে গিয়েছিল। সেখানে এমআরআই করিয়েছে। অস্ত্রোপচার করতে বলেছে। সফলভাবে তার সার্জারি হয়েছে।’
গত বছর নভেম্বরে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে লিগামেন্টে চোট পান জাতীয় দলের স্ট্রাইকার নবীব নেওয়াজ জীবন। কিছুটা সুস্থ হওয়ার পর ক্লাবের হয়ে ফেডারেশন কাপ খেললেও লিগে এক ম্যাচের বেশি মাঠে নামতে পারেননি ঢাকা আবাহনীর এই ফরোয়ার্ড।
পুরনো সেই ইনজুরিতে কাবু জীবন মাঠের বাইরে গত সাড়ে তিন মাস ধরে। অতঃপর ভারতে গিয়ে এমআরআই করিয়ে ভারতেই অস্ত্রোপচার করান জীবন।
পুনর্বাসনের জন্য অন্তত আরও তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে জীবনকে। ফলে এএফসি কাপ, প্রিমিয়ার লিগ ও জাতীয় দলের হয়ে জুনে বিশ্বকাপ বাছাইও মিস করবেন এই তারকা ফুটবলার। রুপু বলেন, ‘রোববার চিকিৎসক রিপোর্ট দেখে বলে দেবেন কতদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। অন্তত দুই-তিন মাস পুনর্বাসন প্রক্রিয়ায় চলে যাবে তার। দ্রুত সেড়ে উঠে মাঠে ফিরুক এই কামনা করছি।’
ঢাকা আবাহনীর জার্সিতে ৫২ ম্যাচে ২২ গোল করেন জীবন আর জাতীয় দলের জার্সিতে ৩০ ম্যাচে পাঁচ গোল আছে তার নামের পাশে।