প্রায় ২৪ মাস কোনো ম্যাচ না খেলেও ফিফার র্যাঙ্কিংয়ে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত ডিসেম্বরে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার র্যাঙ্কিং সিস্টেমের নারী বিভাগের সংস্করণে নাম উধাও হয়ে যাওয়ার প্রায় চার মাস পর এপ্রিলের র্যাঙ্কিং সংস্করণে ফিরেছে বাংলাদেশ।
ফিফার নতুন নিয়মে এটা সম্ভব হয়েছে। এর আগে ১৮ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললে র্যাঙ্কিং থেকে বাদ পড়ার নিয়ম ছিল। এবার সেই মেয়াদ বাড়িয়েছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, যেসব দেশ ৪৮ মাস পর্যন্ত কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেনি তাদের র্যাঙ্কিংয়ের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
এই নিয়মের ফলেই প্রায় পাঁচ মাস পর র্যাঙ্কিং ফিরে পেয়েছেন সাবিনা-কৃষ্ণারা।
ফিফার র্যাঙ্কিংয়ে গত ১৪ আগস্টের সংস্করণে মালদ্বীপ, লেবানন, শ্রীলঙ্কা ও ভুটানের উপরে ১৩৪তম স্থানে ছিল বাংলাদেশ। ১৬ এপ্রিলের এবারের সংস্করণে ১৩৭ তম অবস্থানে আছে বাংলাদেশ।
প্রায় ২৪ মাসের বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে নেই নারী জাতীয় ফুটবল দল। ২০১৯ সালের ২০ মার্চ সবশেষ ম্যাচটি খেলেছিল সাবিনারা। দীর্ঘদিন না খেলায় র্যাঙ্কিং থেকে উধাও হতে হয়েছিল বাংলাদেশকে।
তবে চলতি বছরের শেষ দিকে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে উদগ্রীব বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। র্যাঙ্কিংয়ে নারী দলের নাম উধাওয়ের ঘটনায় নড়ে-চড়ে বসেছে ফেডারেশন। এই অবস্থায় নেপালে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ বলে জানান বাফুফের নারী বিভাগের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘নেপাল আমাদের আমন্ত্রণ জানিয়েছে তিন জাতির টুর্নামেন্টে অংশ নিতে। আমরা একটা শর্ত দিয়ে রেখেছি, ফিফা উইন্ডোতে খেলতে চাই ম্যাচগুলো।’
ব্যাটে-বলে মিলে গেলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতে হতে পারে নারী ফুটবলের এই টুর্নামেন্ট। গত মার্চে নেপালে পুরুষদের তিন জাতির টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে রানার আপ হয়েছিল বাংলাদেশ।